News update
  • Chittagong port tariffs increased up to 50 per cent     |     
  • Rising Heat Cost Bangladesh $1.8 Billion in 2024     |     
  • Stocks extend gains; turnover drops in Dhaka, rises in Ctg     |     
  • IAEA Chief Calls for Renewed Commitment to Non-Proliferation     |     
  • UN Aid Chief Warns Humanitarian Work Faces Collapse     |     

শেখ হাসিনার জন্মদিনে নরেন্দ্র মোদির শুভেচ্ছা

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2023-09-29, 7:30am

resize-350x230x0x0-image-241701-1695930166-939bdfb9a576d77a3a09a6c9945269331695951001.jpg




প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢাকার ভারতীয় হাইকমিশন এক বার্তায় এ কথা জানায়।

ভারতীয় হাইকমিশন একগুচ্ছ ফুলে ছবি প্রকাশ করে ফেসবুকে লিখেছে, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। তিনি শেখ হাসিনার জন্মদিনে তাঁর সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন।

বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে অবস্থান করছেন। সূত্র আরটিভি নিউজ।