মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে ‘শহীদ আসিফ চত্বর’ স্মৃতিফলক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘রাষ্ট্র থেকে শুরু করে ব্যক্তি পর্যায়ের সংস্কার প্রয়োজন। কারণ গণ-আন্দোলনে সংবিধান কারও জীবন রক্ষা করতে পারেনি।’
শিক্ষার্থীদের ওপর পুলিশের গুলি চালানোর নিন্দা জানিয়ে তিনি বলেন, পুলিশ নিজেদের আচরণের কারণে মর্যাদা হারিয়ে ফেলেছে। ফলে নতুন সরকারের সময়েও পুলিশ আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে পারছে না।
গেল ১৮ জুলাই ছাত্র-জনতার আন্দোলনে উত্তরায় পুলিশের গুলিতে নিহত হন আসিফ হাসান। তিনি নর্দার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তথ্য সূত্র সময় সংবাদ।