News update
  • Bangladesh Faces $1.25 Billion Export Loss from US Tariffs     |     
  • Israel Expands Gaza Assault as UN Warns of ‘Genocide’     |     
  • World Ozone Day Highlights Progress and Future Action     |     
  • DG Health Services gives 12 directives to treat dengue cases     |     
  • Stock market shows recovery as investors back: DSE chairman     |     

৫ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল ‘আরাকান আর্মি’

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-10-09, 6:53am

2782e5eec6bfb4a6606213b0cd98fc4e1aac70e01dec336c-1b47f6c62deca692c31ecb32cbef72b31728435206.jpg




কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ মোহনা থেকে ৫ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারে। তবে, কারা ধরে নিয়ে গেছে তা এখনও জানা যায়নি। তবে স্থানীয়রা ধারণা করছে, অস্ত্রধারী আরাকান আর্মির সদস্যরা মিয়ানমারের দিকে তাদের ধরে নিয়ে গেছে।

সাবরাং ইউনিয়নের ইউপি সদস্য আবদুস সালাম জানিয়েছেন, সোমবার (৭ অক্টোবর) দুপুরে এদের ধরে নিয়ে যাওয়া হয়।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন: শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার আবদুর রহিমের ছেলে মো. আলম (২২), আবদুল মজিদের ছেলে মো. রাসেল মিয়া (২৩) ও মো. সাইফুল মিয়া (১৭), রফিকুল ইসলামের ছেলে বোরহান উদ্দিন (১৯), চকরিয়ার খোরশেদ আলমের ছেলে মো. রাশেদ (২৪)।

ইউপি সদস্য আবদুস সালাম জানিয়েছেন, সোমবার ধরে নিয়ে গেলেও বিষয়টি জানাজানি হয়েছে মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে। জেলেদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, একটি নৌকাযোগে নাফ নদীতে মাছ ধরতে নামলে স্পীডবোটে আসা অস্ত্রধারীরা তাদের মিয়ানমারের দিকে নিয়ে গেছে। স্বজনরা বিষয়টি বিজিবিকে অবহিত করেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী জানিয়েছেন, বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জেনেছি। মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জের ধরে মিয়ানমারের ওই অংশটি আরাকান আর্মির দখলে রয়েছে। ফলে আরাকান আর্মির সদস্যরাই এদের ধরে নিয়ে গেছে বলে শোনা যাচ্ছে। এখন সবার সঙ্গে যোগাযোগ করে কী করা যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। সময় সংবাদ।