News update
  • 5mmcfd gas to be added to national grid from Kailashtila gas field     |     
  • ArmArmed Forces Day: Tarique's message draws on historic closeness     |     
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     
  • China calls for implementation roadmap for new finance goal     |     

ভারতে এইচএমপি ভাইরাস শনাক্ত, হিলি স্থলবন্দরে নেই সতর্কতা

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-01-08, 1:32pm

rtfdfsdfs-fc32976d13607b9eaeaf1f95f98067331736321553.jpg




দিনাজপুরের হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই অবাধে চলাচল করছেন। দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রমও আগের মতোই রয়েছে। ইতোমধ্যে ভারতসহ বিশ্বের কয়েকটি দেশে দ্য হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি) ছড়িয়ে পড়লেও তা প্রতিরোধে হিলি চেকপোস্ট ও স্থলবন্দরে সতর্কতামূলক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

বুধবার (৮ জানুয়ারি) সরেজমিনে দেখা যায়, স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই এ চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশে যাতায়াত করছেন পাসপোর্টযাত্রীরা। আমদানি-রপ্তানি পণ্য নিয়ে ট্রাকচালক ও হেলপাররাও আগের মতোই দুই দেশে আসা-যাওয়া করছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এইচএমপি ভাইরাস করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে। এ ভাইরাসের উপসর্গগুলো হলো—জ্বর, কাশি, নাক বন্ধ থাকা, গলা ব্যথা ও হাঁচি। এটি সাধারণ ফ্লুর মতো। শিশু ও যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন বয়স্ক মানুষ এ ভাইরাসে বেশি আক্রান্ত হচ্ছেন।

২০০১ সালে প্রথম নেদারল্যান্ডসে শনাক্ত হয়েছিল এই এইচএমপি ভাইরাস। ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে কাম্বোডিয়ায় শিশুদের মধ্যে এই ভাইরাস শনাক্ত হয়। কয়েক দিন আগে ভারতে নতুন এই ভাইরাসটিতে দুই শিশু আক্রান্ত হয়েছে।

ভারতে যাওয়া হিলি চেকপোস্টে জয়পুরহাটের পাসপার্টযাত্রী আমিনুল ইসলাম বলেন, ‘বিভিন্ন মাধ্যমে শুনেছি, করোনার মতোই নতুন একটি ভাইরাসের দেখা দিয়েছে। মনে আতঙ্ক থাকলেও কী আর করার আছে, চিকিৎসার জন্য যেতে হচ্ছে ভারতে। ডাক্তারের সিরিয়াল নেওয়া আছে। আবার যদি ইমিগ্রেশনের কার্যক্রম বন্ধ হয় তাহলে চরম বিপদে পড়ব।’

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, ‘সম্প্রতি এইচএমপি ভাইরাস সম্পর্কে জানতে পেরেছি। এজন্য আগাম সতর্কতা হিসেবে হিলি চেকপোস্টের মাধ্যমে বাংলাদেশ ও ভারতে চলাচল করা পাসপোর্টযাত্রীদের মাস্ক পরাসহ স্বাস্থ্য সচেতনতার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। যাতে কেউ ভারতে গিয়ে এ ভাইরাসে আক্রান্ত না হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইলতুতমিশ আকন্দ বলেন, ‘এইচএমপি ভাইরাসটি সাধারণ ফ্লুর মতো। এর উপসর্গগুলো হলো, জ্বর, সর্দি-কাশি, নাক বন্ধ থাকা, গলা ব্যথা এবং হাঁচি। শিশু ও যাদের বয়স বেশি তাদের জন্য একটু সমস্যা। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যেহেতু হিলি ইমিগ্রেশন ও পোর্ট এলাকা। এখান দিয়ে মানুষের যাতায়াতের পাশাপাশি দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি পণ্যবাহী ট্রাক চলাচল করে। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যথা সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ আরটিভি