News update
  • Guterres Urges Leaders to Act as UNGA Week Begins     |     
  • BNP to go door to door for hearts and votes     |     
  • Chittagong port tariffs increased up to 50 per cent     |     
  • Rising Heat Cost Bangladesh $1.8 Billion in 2024     |     
  • Stocks extend gains; turnover drops in Dhaka, rises in Ctg     |     

মঙ্গলবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন এনসিপির নেতারা

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-03-04, 6:37am

700578b75b671d246e1e78b1bd5a7f2ac55f6208d6fe6f7d-18404e6fa184edf14b3cd3381214581c1741048626.jpg




গত ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করেছে তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির ২১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি শনিবার (১ মার্চ) প্রকাশ পেয়েছে। এবার নতুন দলটির পক্ষ থেকে মঙ্গলবার (৪ মার্চ) জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হবে।

সোমবার (৩ মার্চ) দলটির দফতরের দায়িত্বে থাকা যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৭টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে এনসিপির নেতারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করবেন।

শ্রদ্ধা নিবেদন শেষে তারা রাজধানীর রায়েরবাজারে সকাল ১০টায় চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করবেন।

দুটি কর্মসূচিতেই এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় সদস্যরা উপস্থিত থাকবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।