News update
  • Pahela Baishakh Monday     |     
  • China to Gift 1,000-Bed Hospital to Rangpur     |     
  • Arrest Orders Hasina, Rehana, Tulip, 53 others      |     
  • Investment Summit Yields Tk 3,100cr in Proposals: BIDA Chief     |     
  • Cox’s Bazar Records Highest 36.8°C Temperature     |     

১৬মে ফারাক্কা লংমার্চ দিবস পালন করবে আইএফসি বাংলাদেশ

স্টাফ করেস্পন্ডেন্ট: খবর 2025-04-12, 7:20pm

831d9c91-5459-4679-9847-1e93002b8fd1-f31dba8ee1fa6eb3482d8e38138861c01744464018.jpg




আগামী ১৬মে যথাযোগ্য মর্যাদায় ফারাক্কা লংমার্চ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে আইএফসি বাংলাদেশ চ্যাপ্টার।

আজ শনিবার আন্তর্জাতিক ফারাক্কা কমিটি বাংলাদেশের এক সভায় ১৬ মে ফারাক্কা লং মার্চ দিবস পালনের এই  সিদ্ধান্ত গ্রহন করা হয়।

কমিটির সভাপতি মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এ সভায় অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক জসীম উদ্দিন আহমাদ, উপদেষ্টা সাইফুল হক ও এলাহী নেওয়াজ খান, সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদুল হাসান মুকুট, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান আতা, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আজাদ, প্রচার সম্পাদক জামালুদ্দিন জামাল, সদস্য সদরুল হাসান, কাজী মোস্তফা কামাল ও আবু সাঈদ শাহীন।