News update
  • 8 workers burnt in N’gan Akij Cement factory boiler blast     |     
  • Ex-Shibir activist shot dead in Fatikchhari     |     
  • Class X student brutally murdered in capital’s Banasree     |     
  • 'Bodycams' to be used at risky polling centres: IGP Baharul      |     
  • 7,359 people killed in road accidents in 2025: Road Safety Foundation     |     

সাবেক সিইসি গ্রেফতারের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-06-23, 7:03am

e726467a18b368e9c4dc8cbbfde9228b7ddcc7039b7148ff-a9c6980f091d98a3f168abdf3607d76e1750640620.jpg




সুনির্দিষ্ট মামলায় রাজধানীর উত্তরা থানা পুলিশ আজ সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে গ্রেফতার করেছে। এ সময় ‘মব’ বা গণজমায়েতের মাধ্যমে তৈরি হওয়া বিশৃঙ্খল পরিস্থিতি এবং অভিযুক্তকে শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনাটি অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে।

রোববার (২২ জুন) রাতে সরকার এক বিবৃতিতে জানিয়েছে, দেশের প্রতিটি নাগরিককে আবারও অনুরোধ জানানো হচ্ছে-আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না।

সরকার বলছে, অভিযুক্ত যেকোনো ব্যক্তির বিচার দেশের প্রচলিত আইন অনুযায়ী সম্পন্ন হবে এবং বিচারাধীন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন আদালত। অভিযুক্ত ব্যক্তির ওপর হামলা এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা আইনবিরোধী, আইনের শাসনের পরিপন্থি এবং এটি একটি ফৌজদারি অপরাধ।

ঘটনাস্থলে যে ‘মব’ সৃষ্টি হয়েছে এবং যারা উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছে, তাদের চিহ্নিত করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপযুক্ত ব্যবস্থা নেবে বলেও জানানো হয়েছে।

ন্যায়বিচার প্রতিষ্ঠার এই প্রক্রিয়ায় দেশের প্রতিটি নাগরিককে সহনশীল ও আইনসম্মত ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে সরকার।