News update
  • 8 workers burnt in N’gan Akij Cement factory boiler blast     |     
  • Ex-Shibir activist shot dead in Fatikchhari     |     
  • Class X student brutally murdered in capital’s Banasree     |     
  • 'Bodycams' to be used at risky polling centres: IGP Baharul      |     
  • 7,359 people killed in road accidents in 2025: Road Safety Foundation     |     

বিএনপির সঙ্গে রাজনৈতিক সমঝোতা স্মারকে আগ্রহী চীনা কমিউনিস্ট পার্টি

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-06-25, 5:39am

00b59615097c87b3c79fcbd8ec81521834daf8a7ac0e60e3-229bbc63d4d1385f067e496f377b798f1750808364.jpg




বাংলাদেশ জাতীয়তাবাদ দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন সফর করছে।

বিএনপির মহাসচিব মির্জা সফরে এক চীন নীতির বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান জানিয়েছে। বিষয়টিকে স্বাগত জানিয়েছে চীনা কমিউনিস্ট পার্টি। 

সফরের প্রেক্ষিতে বিএনপির সঙ্গে রাজনৈতিক সমঝোতা স্মারকে আগ্রহী বলে জানিয়েছেন চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মিনিস্টার লিউ জিয়ানচাও।

মঙ্গলবার দিবাগত রাতে (২৫ জুন) বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিবৃতিতে শায়রুল কবির খান এসব তথ্য জানান।

এদিকে চীন তথা বিশ্বব্যাপী উন্নয়ন ও জনকল্যাণে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে যুগান্তকারী ও অবিশ্বাস্য হিসেবে বর্ণনা করে বিএনপির পক্ষ থেকে প্রেসিডেন্টকে অভিনন্দন জানানো হয়েছে।

এছাড়া বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পে চীনের অধিকতর অংশগ্রহণের প্রত্যাশাও জানিয়েছে বিএনপি।

সফররত বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সম্মানে মধ্যাহ্নভোজের আয়েঅজন করেন চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার মিজ সুন হাইয়ান।

সফরে বিএনপি মহাসচিবের সঙ্গে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল ও বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার।

সফর বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপির সঙ্গে চীনের বন্ধুত্ব সবসময় ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক স্থাপন করেন। এই সম্পর্কের ৫০তম বার্ষিকীতে আমরা চীনে এসেছি। চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আমরা অনেক ভালো রেসপন্স পেয়েছি।’