News update
  • Mild cold wave sweeps parts of Bangladesh: Met Office     |     
  • Saturday’s EC hearing brings 51 candidates back to election race     |     
  • Food, air, water offer Dhaka residents few safe choices     |     
  • Tarique Rahman Formally Named BNP Chairman     |     
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     

স্বৈরাচারের পতন হলেও সিস্টেমের পরিবর্তন হয়নি: নাহিদ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-07-14, 5:24pm

0966e5a00a91075f6e19e94d58d18a3e8b9e4c22bc9558ba-cd90ce59df16277485f85aaec2a92ac11752492281.jpg




স্বৈরাচারের পতন হলেও দেশে রাজনৈতিক ও প্রশাসনিক সিস্টেমের প্রকৃত কোনো পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, আগের চাঁদাবাজি সিস্টেম এখনও বহাল রেখেছে একটি রাজনৈতিক দল।

সোমবার (১৪ জুলাই) দুপুরে পটুয়াখালীতে এনসিপির পদযাত্রা ও পথসভায় এসব কথা বলেন নাহিদ।

মুজিববাদের কঠোর সমালোচনা করে নাহিদ বলেন, ‘মুজিববাদ সংবিধান দেশকে এগিয়ে যেতে দেয়নি। আজ সেই মুজিববাদ এবং চাঁদাবাজ সিস্টেমকে পাহারা দিচ্ছে একটি রাজনৈতিক দল।’

সভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, ‘দেশ গড়তে চাওয়া এনসিপির বিরুদ্ধে এখন নানাধরনের প্রোপাগান্ডা চালানো হচ্ছে। কিন্তু প্রোপাগান্ডায় আমরা থেমে যাব না। দেশ গড়ার লড়াইয়ের সব বাধা জয় করতে হবে।’

হাসনাত আরও বলেন, ‘উত্তরের রংপুর থেকে শুরু হওয়া জুলাই পদযাত্রা বর্তমানে দক্ষিণাঞ্চলে প্রবেশ করেছে এবং পটুয়াখালী এনসিপির ২৯তম জেলা সফর। আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল আমাদের মতো জেলায় জেলায় ঘুরে সাধারণ মানুষের কথা শোনেনি।’

তিনি বলেন, গত বছর জুলাইয়ের ইশতিহার ছিল ‘হাসিনা মুক্ত বাংলাদেশ’, আর চলতি বছরের ইশতিহার হবে ‘স্বৈরাচার মুক্ত বাংলাদেশ’।

এনসিপি নেতারা জানান, চাঁদাবাজদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে এবং ভয়ভীতির সংস্কৃতিকে কোনোভাবেই প্রশ্রয় দেয়া যাবে না।

শহরের সার্কিট হাউস রোড থেকে বেলা ১২টায় এনসিপির পদযাত্রা শুরু হয়ে পরে পথসভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। সভা শেষে নেতারা জেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।