News update
  • BSF halts fencing at Joypurhat border after BGB intervention     |     
  • 30 NCP leaders urge Nahid Islam not to form alliance with Jamaat     |     
  • Tarique offers fateha at graves of Pilkhana martyrs, father-in-law     |     
  • Navy detains 11 over smuggling diesel, cement to Myanmar     |     
  • Investors stay away as stocks turnover drops 7% despite index gains     |     

সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-02, 4:26pm




পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আজ সোমবার (২ এপ্রিল) ঢাকা সেনানিবাসের আশে-পাশের দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এর  পক্ষে লজিষ্টিক্স এরিয়ার দিক নির্দেশনায় এবং ঢাকা ষ্টেশন সদর দপ্তর এর সার্বিক ব্যবস্থাপনায় ও ক্যান্টনমেন্ট বোর্ড, ঢাকার সহযোগিতায় ঢাকা সেনানিবাসস্থ মানিকদী আদর্শ বিদ্যা নিকেতন স্কুল প্রাঙ্গনে প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার হিসেবে প্রত্যেককে পোলাও চাল, চিনি, সয়াবিন তেল, ডাল, সেমাই ও গুঁড়া দুধ বিতরণ করা হয়। 


অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধানের পক্ষে স্টেশন কমান্ডার, ষ্টেশন সদর দপ্তর, ঢাকা সেনানিবাস উপস্থিত দুস্থ ও দরিদ্র পরিবার গুলোর মাঝে ঈদ শুভেচ্ছা বিতরণ করেন। 


উক্ত অনুষ্ঠানে উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তথ্য সূত্র: আইএসপিআর।