News update
  • Dhaka’s air quality ‘moderate' on Saturday      |     
  • Curfew relaxed for 14 hours in Gopalganj     |     
  • Syria Crisis: Hundreds Killed as Hospitals Overwhelmed     |     
  • UNRWA Report on the Humanitarian Crisis in Gaza & West Bank     |     
  • Interim govt plans promotion drive to boost bureaucracy     |     

ফের জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার কাউন্সিলের সদস্য বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2023-07-07, 10:51pm

resize-350x230x0x0-image-230646-1688741624-77f28806c663682dfa90e8332c3ee5511688748682.jpg




এশিয়া অঞ্চলের প্রতিনিধি হিসেবে পুনরায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ২০২৪-২০২৭ মেয়াদে বাংলাদেশ এই পদে দায়িত্ব পালন করবে।

শুক্রবার (৭ জুলাই) ১৯৪টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধির অংশগ্রহণে চলমান ৪৩তম এফএও কনফারেন্সে বাংলাদেশ সর্বসম্মতিক্রমে এ সদস্যপদ অর্জন করে।

এক বিজ্ঞপ্তিতে রোমের বাংলাদেশ দূতাবাস জানায়, বাংলাদেশ কাউন্সিলের নীতি ও নির্বাহী পর্যায়ে এফএও-এর কার্যক্রম, বাজেট বাস্তবায়ন, ফলাফলভিত্তিক কাঠামোর আওতায় কার্যক্রম পর্যবেক্ষণ এবং পরিচালনা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়ন ও পরিবীক্ষণসহ প্রশাসনিক দিকগুলো তদারকিতে অন্যান্য সদস্য রাষ্ট্রের সাথে নেতৃত্ব দেবে। এফএও কাউন্সিলের সদস্য পদে পুনরায় নির্বাচিত হওয়ার ক্ষেত্রে রোমের বাংলাদেশ দূতাবাস সক্রিয় ভূমিকা পালন করেছে।

ইতালির রোমে অবস্থিত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তরে ৪৩তম কনফারেন্স চলছে। এতে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বাংলাদেশের আট সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নিয়েছে।

এর আগে, গত বছর এফএও-এর ৪২তম কনফারেন্সে এশিয়া অঞ্চলের প্রতিনিধি হিসেবে কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছিল বাংলাদেশ। তথ্য সূত্র আরটিভি নিউজ।