News update
  • $10mn Approved for Climate Resilience in CHT: ICIMOD     |     
  • At least 143 dead in DR Congo river boat fire tragedy     |     
  • Dhaka has worst air pollution in the world Saturday morning     |     
  • Container ships to ply between Mongla and Chattogram ports     |     
  • France to Break Away from UK & US in Recognising Palestine as Nation State     |     

কারিশমা জাতের তরমুজ খাওয়া কি উপকারী, কী বলছে পুষ্টিবিদরা?

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2025-04-18, 8:24am

ewreqeq-1964132459d1cfb1edb64c18f6f9ef3e1744943081.jpg




তরমুজ গ্রীষ্মকালীন ফল হলেও কৃষিবিজ্ঞানের উন্নয়নের ফলে এখন দেশে বারোমাসই এ ফল পাওয়া যায়। বাজারে এখন মৌসুমী তরমুজের পাশাপাশি দেখা মিলছে গাঢ় সবুজ বা কালচে রঙের কারিশমা তরমুজ। বারোমাসি এ তরমুজ খাওয়া কি উপকারী, কী বলছে পুষ্টিবিদরা জানেন?

হাইব্রিড বারোমাসি কারিশমা জাতের তরমুজের ভেতরটা মূলত লাল রঙের হয়। খেতেও হয় দারুণ রসালো।

এ ধরনের তরমুজের পুষ্টিগুণ সম্পর্কে উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী বলেন,তরমুজে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, পটাশিয়াম ও আঁশ আছে। এগুলো শরীরের জন্য খুবই উপকারী। কিন্তু প্রকৃতিগত কারণে সারাবছর এ ফল পাওয়া যেত না। কিন্তু কৃষিবিজ্ঞানের উন্নয়নে এখন সারাবছরই তরমুজ চাষ সম্ভব হচ্ছে।

হাসান আলী আরও বলেন,কারিশমা জাতের হাইব্রিড জাতের তরমুজ সারাবছরই চাষ করা যায়। পাশাপাশি এ ধরনের চাষে অল্প সময় ও অল্প খরচে অধিক লাভবান হতে পারে কৃষকরা।

তরমুজে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন এ ও সি, ক্যারোটিনয়েডস, লাইকোপিন ও কিউকারবিটাসিন ই আছে। এছাড়া উপকারী খনিজ ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ভিটামিন এ, ভিটামিন বি ৬, ভিটামিন সি রয়েছে ফলটিতে।

উপকারিতা 

তাই আসুন, গ্রীষ্মের এ মৌসুমে মৌসুমী তরমুজের পাশাপাশি বারোমাসি তরমুজের স্বাদ উপভোগ করি। এবং জেনে নিই তরমুজ খাওয়ার উপকারিতা সম্পর্কে-

১। তরমুজ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে ও কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমাতে পারে।

২। তরমুজে প্রচুর আঁশ আছে, যা হজমে সহায়তা করে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে।

৩। তরমুজের অ্যামিনো অ্যাসিড, সিট্রুলাইন পেশির ব্যথা কমাতে সাহায্য করে ও রক্তনালি প্রসারিত করে। এতে রক্ত সহজে পাম্প হয়।

৪। তরমুজের বেশ কিছু পুষ্টিগুণ চুল ও ত্বকের স্বাস্থ্যের জন্য ভালো।

৫। তরমুজ পানি ও মিনারেলের ভালো উৎস। যা শরীরকে পানিশূন্যতার সমস্যা থেকে দূরে রাখে।

৬। তরমুজের রসে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে। এটি ত্বকের তারুণ্য ধরে রাখে।

৭। তরমুজে থাকা ভিটামিন বি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি ও স্নায়ুকে সুরক্ষিত রাখে।

সাবধানতা

তরমুজ রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত বাড়ায়। এজন্য যাদের ডায়াবেটিস আছে তাদের এ ফলটি বেশি না খাওয়াই ভালো।

তরমুজে পানির পরিমাণ বেশি হওয়ায় যাদের কিডনি সমস্যা বা কিডনিজনিত রোগ আছে তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া তরমুজ খাবেন না।