News update
  • Mild cold wave sweeps parts of Bangladesh: Met Office     |     
  • Saturday’s EC hearing brings 51 candidates back to election race     |     
  • Food, air, water offer Dhaka residents few safe choices     |     
  • Tarique Rahman Formally Named BNP Chairman     |     
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     

পাকা আম খাওয়ার সঠিক সময় কখন?

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2025-05-14, 6:38am

41cced1e275b3dd0ebe803c4bf866243748228d17c1da976-275512e0162c0d775bac7619cad780871747183092.jpg




পাকা আম খাওয়ার সঠিক সময় রয়েছে। খালি পেটে খেলে অনেকের সমস্যা হয়। তাছাড়া অতিরিক্ত খেলেও হজমে সমস্যা। রক্তে চিনি নিয়ন্ত্রণও ব্যাঘাত ঘটে।

দেখে নিন পাকা আম খাওয়ার সবচেয়ে ভালো সময়গুলো কখন-

১. সকালের নাশতার পর: সকালে খাওয়ার পরে হালকা পাকা আম খেলে এটি হজমে সাহায্য করে ও শক্তি বাড়ায়। খালি পেটে খাওয়াটা এড়িয়ে চলা ভালো, কারণ এতে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির ঝুঁকি থাকতে পারে।

২. দুপুরের খাবারের পর: দুপুরের খাবারের একটু পর, বিশেষ করে যদি আপনার খাবারে ভাত বা কার্বোহাইড্রেট থাকে, তখন পাকা আম শরীরে গ্লুকোজ সরবরাহ করে ও পেট ভরায়। হজম ভালো হয় যদি আপনি হাঁটাহাঁটি করেন খাবারের পর।

৩. রাতে খাওয়া এড়িয়ে চলুন: রাতে আম খেলে হজমে সমস্যা হতে পারে, কারণ রাতে শরীরের বিপাক হার কমে যায়। এছাড়া পাকা আমে প্রাকৃতিক চিনি (ফ্রুকটোজ) বেশি থাকায় রাতে খেলে ওজন বাড়ার ঝুঁকি থাকে।

অতিরিক্ত টিপস-

১. পরিমিত পরিমাণে খান (১টি মাঝারি সাইজের আম যথেষ্ট)।

২. ডায়াবেটিক রোগীরা সাবধানে ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী খান।

৩. ঠান্ডা আম না খেয়ে স্বাভাবিক তাপমাত্রায় খান।