News update
  • Tarique Rahman Formally Named BNP Chairman     |     
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     
  • BSF halts overnight road building near border as BGB intervenes     |     
  • U.S. Pullout From Global Bodies Sparks Widespread Alarm     |     

আরও কমলো মুরগির দাম, সবজিতে স্বস্তি

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2025-05-23, 2:07pm

48728b833c23f5e500981996aa1c72508be9e49332c40336-ee79648d6724f251531f7710861aba521747987645.jpg




সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারে আবারও কমেছে ব্রয়লার মুরগির দাম। সেইসঙ্গে কমেছে চাল ও সবজির দামও।

শুক্রবার (২৩ মে) কারওয়ান বাজারে গিয়ে এমন চিত্র দেখা গেছে। বাজারে, প্রতি কেজি ব্রয়লার এখন ১০টাকা কমে বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। সোনালি ২২০ থেকে ২৩০ টাকা আর দেশি মুরগি বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৬১০ টাকায়।

সপ্তাহ ব্যবধানে কেজিতে ১ থেকে ২ টাকা কমে মিনিকেট চাল মানভেদে বিক্রি হচ্ছে ৭৪ টাকায়। আটাশ চালের দাম ১ থেকে ৩ টাকা কমে বর্তমানে বিক্রি হচ্ছে হচ্ছে ৫২ থেকে ৫৪ টাকায়।

কমেছে সবজির দামও। গেল সপ্তাহের তুলনায় কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমেছে করোলা, কাকরোল, বেগুন, বরবটিসহ সব ধরনের সবজির দাম। বাজারে বেশিরভাগ সবজি ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পটোল, ঢ্যাঁড়স, চিচিঙ্গা ও কাঁকরোল আছে এই তালিকায়। এছাড়া বরবটি, কচুর লতি, উস্তা, বেগুন, ঝিঙে বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়।

শরীফ নামে এক ক্রেতা জানান, মুরগির দাম কমেছে। দাম যদি আবার বাড়ে তাই কয়েকটি কিনেছি। সবজির দামও দেখলাম অনেক কমেছে। 

সবজি বিক্রেতা সালমান বলেন, বাজারে গ্রীষ্মের সবজির প্রচুর সরবরাহ থাকায় দাম অনেকটা কম। দেশে বন্যার শঙ্কার কারণে অনেকে ক্ষেতের সবজি তুলে ফেলছেন। গত সপ্তাহের তুলনায় প্রায় প্রতিটি সবজির দাম কেজিপ্রতি ২০ টাকা করে কমেছে। সময়।