News update
  • UNRWA Situation Report on Crisis in Gaza & Occupied West Bank     |     
  • Intimidation or bloodshed cannot halt Bangladesh’s march to democracy     |     
  • Khaleda Zia integral to an important chapter in BD history: Yunus     |     
  • Enthusiasm marks Victory Day celebrations across Bangladesh     |     
  • Dhaka-Delhi ties deep; to be shaped by trust, dignity, mutual respect     |     

ঊর্ধ্বগতির বাজারে স্বস্তির খবর নেই, ভোগান্তিতে ক্রেতারা

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2025-07-19, 7:36am

bd4cf725931989300c69cd1d52486f5f4dd89a0f13629805-5abd0b72b2c322327da4b9695df95d551752889019.png




দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি আর বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। সবজির বাজারে সপ্তাহ খানেক আগে যে নাজুক অবস্থায় ছিল সেটা স্বাভাবিক হতে শুরু করলেও বিক্রি হচ্ছে চড়া দামে।

বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ঊর্ধ্বগতির বাজারে স্বস্তির খবর নেই। ব্রয়লার-সোনালি মুরগি, ইলিশ মাছ, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম বেড়েছে। 

সরবরাহ কিছুটা কমায় সবজির বাজারও চড়া। প্রায় সব ধরনের সবজির দাম বাড়তি। কাঁচা মরিচের কেজি ছুঁয়েছে ২০০ টাকা। দেশি পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহের পরও মৌসুম শেষের অজুহাতে পাইকারিতে ৫ আর খুচরা বাজারে ১০ টাকা বেড়েছে কেজিতে। 

আগের সপ্তাহ থেকে ১০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। সোনালির কেজি ৩০০ টাকা। ভরা মৌসুমে নদীতে দেখা নেই ইলিশ মাছের। সেই কারণ দেখিয়ে কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার ৮০০ টাকায়। মুদি বাজারেও বেড়েছে কয়েকটি পণ্যের দাম। আগের বাড়তি দামই দেখা গেছে চালের বাজারে। 

অজুহাত পেলেও অসাধু ব্যবসায়ীদের দাম বাড়ানোর প্রবণতা রুখতে সরকারের নজরদারি দাবি ভোক্তাদের।