News update
  • Trump's Tariff Hike: How will it affect Bangladesh?     |     
  • Myanmar: UN chief for urgent access as quake toll mounts     |     
  • AI’s $4.8 tn future: UN warns of widening digital divide      |     
  • Volker Turk warns of increasing risk of atrocity crimes in Gaza     |     
  • Ultimate goal is to join ASEAN as full member, says Dr Yunus      |     

শনিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মোদি : এনডিটিভি

গ্রীণওয়াচ ডেস্ক গনতন্ত্র 2024-06-05, 3:14pm

dssgsdg-1730a81f12c3c267564f46f9a8d0a6a31717578888.jpg

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত



ভারতের নির্বাচনে আবারও নতুন চমক। সবাই যখন জোটের সমীকরণ নিয়ে ব্যস্ত, তখনই জানা গেল সরাসরি প্রধানমন্ত্রীর শপথের তারিখ!

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আগামী শনিবার (৮ জুন) নরেন্দ্র মোদি শপথ নিতে পারেন। 

সংশ্লিষ্ট সূত্র বুধবার (৫ জুন) সকালে এনডিটিভিকে বিষয়টি জানিয়েছে। 

নরেন্দ্র মোদির শপথ সংক্রান্ত এনডিটিভির সংবাদ।

প্রতিবেদনে বলা হয়, সংখ্যাগরিষ্ঠতার জন্য ২৭২ আসনের প্রয়োজন পড়লেও, মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ২৪০টি আসন জিতেছে। অর্থাৎ এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনের চেয়ে ৩২টি আসন কম পেয়েছে তারা।

তবে এনডিএ জোট সদস্যদের জিতে নেয়া ৫৩টি আসনের ওপর ভর করেই বিজেপি টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।

বিজেপি ২০১৯ সালে এককভাবে ৩০৩টি এবং ২০১৪ সালে ২৮২টি আসন জিতেছিল। আর বিরোধী কংগ্রেস ২০১৯ সালে ৫২টি এবং ২০১৪ সালে জিতেছিল ৪৪টি আসনে। 

এর আগে মঙ্গলবার (৪ জুন) দিল্লিতে বিজেপি প্রধান কার্যালয় থেকে দেয়া ভাষণে নরেন্দ্র মোদি বলেন, তাদের এনডিএ জোটই আবার সরকার গঠন করবে।

তিনি বলেন, ‘আজকের জয় বিশ্বের সবচেয়ে বড় জয়। এই জয় ভারতীয়দের জয়।’ 

দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে মোদি বলেন, তিনি ‘মানুষের আকাঙ্খা পূরণ করতে গত এক দশক ধরে ভালো কাজ’ করেছেন এবং ভবিষ্যতেও সেই কাজ অব্যাহত রাখবেন।