News update
  • Sewage, trash, disease overwhelm displaced communities in Gaza     |     
  • World leaders rally for ‘full-speed’ climate action ahead of COP30     |     
  • Chel Snakehead: A Fish That Time Forgot, Rediscovered     |     
  • Investment Summit Touts Bangladesh’s FDI Promise     |     
  • World Bank Cuts South Asia Growth Forecast     |     

জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য স্বপন দত্ত আর নেই

error 2025-03-16, 11:30pm

swapon-dutta_15-03-25-341a96522ccfcfe27f95ab44a5e286191742146247.jpg

Swapon Dutta_15-03-25



জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও প্রবীণ সাংবাদিক স্বপন দত্ত আর নেই। তিনি গতকাল রাত ৮টায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি এক মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। 

তিনি বহু জাতীয় দৈনিকে সুনামের সঙ্গে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি দৈনিক সংবাদ, ভোরের কাগজ, জনকন্ঠ ও বাংলাদেশ সংবাদ সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে আমরা একজন মিষ্টভাষী, সদালাপী ও সজ্জন সাংবাদিক হারালাম। 

আজ বেলা ১২ টায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গনে শ্রদ্ধাঞ্জলি শেষে লালবাগ শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।   

জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া স্বপন দত্তের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বিদেহী আত্মার কল্যাণ কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। - প্রেস বিজ্ঞপ্তি