News update
  • Intimidation or bloodshed cannot halt Bangladesh’s march to democracy     |     
  • Khaleda Zia integral to an important chapter in BD history: Yunus     |     
  • Enthusiasm marks Victory Day celebrations across Bangladesh     |     
  • Dhaka-Delhi ties deep; to be shaped by trust, dignity, mutual respect     |     
  • EU deploys election observation mission to Bangladesh     |     

সিঙ্গাপুর থেকে আসবে তিন কার্গো এলএনজি

গ্রীণওয়াচ ডেস্ক জীবাশ্ম 2025-04-30, 1:41am

5c0e37cad1c7ec4b53ca9d74a599ad472b7b416489c5864d-e05f3e0b1a97aebef7d8d0ca84adb43f1745955691.jpg




দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সিঙ্গাপুর থেকে তিন কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৬২০ কোটি ৫ লাখ ২৮ হাজার ৬৬৪ টাকা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮-অনুসরণে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে ১ কার্গো (২২-২৩ মে ২০২৫ সময়ের জন্য ২০ম) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ক্রয়ের প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকার।

সিঙ্গাপুরের আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটই লিমিটেড থেকে এক কার্গো এলএনজি আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৫৩৪ কোটি ৭৬ লাখ ১১ হাজার ৩৬০ টাকা।

এছাড়া পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮-অনুসরণে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে আরেক কার্গো (৫-৬ জুন ২০২৫ সময়ের জন্য ২২তম) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ক্রয়ের প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকার।

সিঙ্গাপুরের মেসার্স গানভর সিঙ্গাপুর পিটই লিমিটেড থেকে এ এলএনজি আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৫৪০ কোটি ৫১ লাখ ৬৪ হাজার ১২৮ টাকা।

আর পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮-অনুসরণে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে আরেক কার্গো (১৯-২৯ জুন ২০২৫ সময়ের জন্য ২৪তম) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ক্রয়ের প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকার।

সিঙ্গাপুরের মেসার্স ভিটল এশিয়া পিটই লিমিটেড থেকে এই এলএনজি আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৫৪৪ কোটি ৭৭ লাখ ৫৩ হাজার ১৭৬ টাকা ৩২ পয়সা।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে এসব এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে। সময়।