News update
  • Passenger bus in northern India catches fire: 20 people burn to death     |     
  • Voting start in Ctg Varsity Central Students Union elections      |     
  • Death toll in Mirpur factory, chemical godown fire rises to 16     |     
  • Humanitarians Urge Donors as Global Aid Remains Severely Short     |     
  • Sami’s five-for 33 seals Afghanistan’s 200-run rout of Bangladesh     |     

জ্বালানি তেলের দাম আরও কমানোর চেষ্টা থাকবে: জ্বালানি উপদেষ্টা

গ্রীণওয়াচ ডেস্ক জ্বালানী 2024-08-31, 4:36pm

img_20240831_163514-b0131e63b66430f87842bdd90932f7661725100610.jpg




জ্বালানি তেলের দাম আরও কমানোর চেষ্টা থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি বলেছেন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ৬ টাকা এবং ডিজেলের দাম ১ টাকা ২৫ পয়সা কমিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে যাতে এটাকে আরও কমাতে পারি।

শনিবার (৩১ আগস্ট) বেলা ১১টায় খুলনার খালিশপুরে অবস্থিত নির্মাণাধীন রুপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শনের আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ফাওজুল কবির খান বলেন, ডিজেলের এই দাম কমাতেই সরকারের জান বের হয়ে গেছে। আপনারা জানেন, আমাদের এখানে যে জ্বালানি তেল ব্যবহার করা হয় তার বেশির ভাগই ডিজেল। ডিজেলচালিত বাহন হচ্ছে বেশি। তারপর অকটেন, এরপর পেট্রোল। আমরা ডিজেলের দাম ১০৬ টাকা ৭৫ পয়সা থেকে ১০৫ টাকা ৫০ পয়সা, ১ টাকা ২৫ পয়সা পার লিটারে কমাচ্ছি। অকটেনের দাম ১৩১ টাকা থেকে ১২৫ টাকা, মানে ৬ টাকা কমাচ্ছি। পেট্রোলের দাম ১২৭ টাকা থেকে ১২১ টাকা, সেটাও ৬ টাকা কমাচ্ছি।

অকটেন ও পেট্রোলের দাম ৬ টাকা এবং ডিজেলের দাম মাত্র ১ টাকা ২৫ পয়সা কমানোর কারণ প্রসঙ্গে জ্বালানি উপদেষ্টা বলেন, আপনারা বলতে পারেন যে অকটেন-পেট্রোল এগুলো বড়লোকেরা ব্যবহার করে। ওদেরটা ৬ টাকা কমালেন? এর কারণ হচ্ছে, এদের পরিমাণটা খুব কম। এটা কমালে এটার ইমপ্যাক্টটা কম হয়। ওখানে (ডিজেল) এক টাকা ২৫ পয়সা কমাতে আমাদের জান বের হয়ে গেছে। আমরা আরও চেষ্টা করবো। ভবিষ্যতে যদি জ্বালানি মূল্য স্থিতিশীল থাকে, আমরা দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রকিউরমেন্ট প্রাইস, এখন তো একটা প্রকিউরমেন্ট প্রাইস আছে, সেটা তো আমি পরিবর্তন করতে পারব না। একটা কনট্রাক্ট আছে। সেটার জন্য এতটুকু করেছি। ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে যাতে এটাকে আরও কমাতে পারি।

এ সময় জ্বালানি তেলের নতুন দাম শনিবার দিনগত রাত ১২টা থেকে কার্যকর হবে বলেও জানান জ্বালানি উপদেষ্টা। তথ্য সূত্র আরটিভি নিউজ।