News update
  • Tarique Rahman Formally Named BNP Chairman     |     
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     
  • BSF halts overnight road building near border as BGB intervenes     |     
  • U.S. Pullout From Global Bodies Sparks Widespread Alarm     |     

জামালপুরে ১৪৪৪ মি নিচে গ্যাসের সন্ধান, ৭.৩ মি ঘনফুট চাপ

জামালপুর প্রতিনিধি: জ্বালানী 2025-06-01, 9:05pm

55-b53b3a3d6ab90ce0268229151c9bde111748790313.jpg

জামালপুরের মাদারগঞ্জে গ্যাসকূপ ‘জামালপুর-১’ থেকে গ্যাস নির্গত হচ্ছে



জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া গ্রামে ‘জামালপুর-১ অনুসন্ধান’ নামের কূপে গ্যাসের সন্ধান মিলেছে। রোববার (১ জুন) দুপুরে এ কূপ থেকে ৭ দশমিক ৩ মিলিয়ন ঘনফুট চাপে গ্যাস বের হতে দেখা গেছে।

কূপ খনন প্রকল্পের কর্মকর্তারা জানান, প্রায় ২ হাজার ৬০০ মিটার পর্যন্ত খনন করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪৪৪ মিটার গভীরতায় গ্যাসের স্তর চিহ্নিত করা গেছে। আগামী ৭২ ঘণ্টা প্রাথমিক পরীক্ষার পর নিশ্চিতভাবে বলা যাবে কত পরিমাণ গ্যাস সেখানে মজুত রয়েছে।

প্রকল্প পরিচালক মো. মোজাম্মেল হক বলেন, “এই মুহূর্তে গ্যাসের প্রকৃত মজুত সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। পরীক্ষার পর তা জানা যাবে। পাশাপাশি গ্যাসের সঙ্গে অন্য কোনো খনিজ পদার্থ রয়েছে কি না, সেটিও যাচাই করা হবে।”

বাপেক্স সূত্রে জানা গেছে, দেশের চলমান গ্যাসসংকট মোকাবিলায় স্থানীয় জ্বালানির উৎস অনুসন্ধানে সরকার ২০২৪-২৬ অর্থবছরে ৫০টি কূপ খননের পরিকল্পনা নিয়েছে। এরই অংশ হিসেবে এই অনুসন্ধান কূপটি খনন করা হয়।

এ খনন প্রকল্পটি বাপেক্সের আওতায় ব্লক-৮ এলাকায় ১৯৮০, ২০১৪-১৫ ও ২০১৫-১৬ সালে করা সাইসমিক জরিপের ভিত্তিতে হাতে নেওয়া হয়। প্রায় ১৬৮ কোটি টাকা ব্যয়ে কূপ খননের কাজ শুরু হয়, যাতে বাপেক্সের প্রকৌশলী ও শ্রমিকসহ মোট ২২০ জন কর্মী যুক্ত আছেন।

চলতি বছরের ১৩ জানুয়ারি কূপ খননের স্থান নির্ধারণের পর ড্রিলিং রিগ বসানো হয় এবং ২৪ জানুয়ারি আনুষ্ঠানিক খননকাজ শুরু হয়। উল্লেখ্য, ২০১৪ সালেও একই এলাকায় গ্যাসের অস্তিত্ব পাওয়া গিয়েছিল।