News update
  • Depositors stranded as Sammilito Islami Bank is in liquidity crisis     |     
  • BNP faces uphill task to reach seat-sharing deal with allies     |     
  • Bangladesh rejects India’s advice; vows free, fair polls     |     
  • Hadi’s condition very critical: Singapore Foreign Minister     |     
  • Asia-Pacific hunger eases, Gaza pipeline fixed, Europe hit by flu     |     

ঈদের দিন সড়কে ঝরল ১৪ প্রাণ

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2025-04-01, 6:44am

26189a85df5368d99ad4834ded409ebfa719f207e2e2c23f-1-584c76c7585bbf1d2b19af1a0a7b9ac91743468287.jpg




ঈদের দিন দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৪ জন। এতে আহত হয়েছেন ২৩ জন। নিহতদের মধ্যে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ২ জন, বগুড়ায় ৩ জন, নওগাঁ ১ জন, পিরোজপুরে ১ জন, গাজীপুরে ২ জন, চট্টগ্রামে ৫ জন রয়েছেন।

সোমবার (৩১ মার্চ) সময় সংবাদের জেলা ও উপজেলা প্রতিনিধি ও ব্যুরো অফিসের পাঠানোর খবর।

কিশোরগঞ্জ (ভৈরব):

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বিকেলে উপজেলার আগরপুর-পোড়াদিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: শামীম মিয়া (২৫) গোবরিয়া নামাকান্দা গ্রামের কৃষক নোহাজ উদ্দিনের ছেলে এবং আল আমিন (২৭) লক্ষ্মীপুর কাছারীপাড়া গ্রামের কৃষক তারা মিয়ার ছেলে। তারা দুজনই কাঠমিস্ত্রী ছিলেন।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, বেলা ৩টার দিকে কুলিয়ারচরের লক্ষ্মীপুর থেকে মোটরসাইকেলের দুই আরোহী নরসিংদীর ফোরাদিয়া যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজন বাজিতপুর জহুরুল ইসলামকে মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। এ ঘটনায় একজন চিকিৎসাধীন।

বগুড়া

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা ও মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। দুপুরে উপজেলার বিশালপুর ইউনিয়নের ঝুপুনিয়া সেতুর মোড়ে, একই উপজেলার মহিপুর জামতলা এলাকায় ও মহিপুরের ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এ দুর্ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন: অলোক সরকার (২০) উপজেলার বিশালপুর ইউনিয়নের হিন্দু পানিসাড়া গ্রামের বাসিন্দা, উপজেলার মহিপুর জামতলা এলাকায় শরিফুল ইসলাম (৩২) ও তার মেয়ে সেজদা (৩)। আহতরা হলেন: শেরপুরের হিন্দু পানিসাড়া গ্রামের জয়ন্ত সরকার (২০), শুভ সরকার (১৯), মো. লিখন (২৮) ও  মো. জীবন (৩০)।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক ও শেরপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, এ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

নওগাঁ

নওগাঁর সাপাহারে বন্ধুদের নিয়ে ঘুরতে বের হয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শাহিন আলম (১৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের আরও দুই বন্ধু। বেলা ১১টার দিকে উপজেলার কালাইবাড়ী-দিঘিরহাট আঞ্চলিক সড়কের মিরাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিন আলম (১৭) পোরশা উপজেলার পশ্চিম হরিপুর গ্রামের মোহাম্মদ ইব্রাহিমের ছেলে। আহতরা হলেন, সাপাহার উপজেলার আলাদীপুর গ্রামের তাহিরের ছেলে আহসান আলী (১৭) এবং পোরশা উপজেলার দুয়ারপাল গ্রামের মোহাম্মদ সেলিমের ছেলে জামিরুল (১৭)।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ বাসসকে জানান, তিন বন্ধু মিলে ঈদে ঘুরতে বের হয়েছিলেন। অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি মিরাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে শাহিন আলম নিহত হন। তার সঙ্গে থাকা অপর দুই জন আহত হন।

পিরোজপুর

পিরোজপুরের ইন্দুরকানীতে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহিউদ্দিন তুহিন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্ত্রী মিম আক্তার। 

দুপুর ২টার দিকে উপজেলার ইন্দুরকানী-চণ্ডিপুর সড়কের ফকির বাড়ি জামে মসজিদসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন তুহিন উপজেলা বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রামের রাসেল হাওলাদারের ছেলে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শনসহ মহিউদ্দিন তুহিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়া মরদেহ নিয়ে যেতে আবেদন জানিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

গাইবান্ধা

‎গাইবান্ধায় প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার  গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের সড়ক ভবন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রাইভেটকারের চালক ও অটোরিকশায় থাকা ৫ ব্যক্তি আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করলে অটোরিকশার ৪ যাত্রীর অবস্থা গুরুতর হয়। গুরুতর আহতরা হলেন আসিফ (২৫), আতিক (৩০), ওমর (২৮) ও না‌বিল (২৬)।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শুভ জানান, আহত ৪ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদের প্রত্যকের শরীরে ও মাথায় গুরুতর আঘাত রয়েছে।

গাজীপুর

গাজীপুরে বাসচাপায় শিশুসহ সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।  

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতরা একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়ায় ঈদের সকালে বাসের সঙ্গে মিনিবাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬ জন। সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, সকাল সাড়ে ৭টার দিকে লোহাগাড়ার জাঙ্গালিয়া মাজার গেটে সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৬ জন। লোহাগাড়া ফায়ার স্টেশনের ১টি ইউনিট উদ্ধার কাজ করেছে।