News update
  • Depositors stranded as Sammilito Islami Bank is in liquidity crisis     |     
  • BNP faces uphill task to reach seat-sharing deal with allies     |     
  • Bangladesh rejects India’s advice; vows free, fair polls     |     
  • Hadi’s condition very critical: Singapore Foreign Minister     |     
  • Asia-Pacific hunger eases, Gaza pipeline fixed, Europe hit by flu     |     

কলাপাড়ায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিক্ষকের মৃত্যু

দূর্ঘটনা 2025-05-03, 12:28am

dead-body-0eb37057444ee8c22523bc90e3c7df2d1746210491.jpg

Dead body



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহী এবং মোটর সাইকেলের মুখোমুখি সংযর্ষে মো. রুহুল আমিন (৬০) নামে সদ্য অবসর নেয়া এক প্রাথমিক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। সময় অন্তত: আরও চারজন গুরুতর আহত হয়েছে। শুক্রবার সকাল টার দিকে কলাপাড়া -পটুয়াখালী মহাসড়কের ফোর লেন সড়ক সংলগ্ন এলাকায় দূর্ঘটনা ঘটে।

নিহত রুহুল আমিন উপজেলার চম্পাপুর ইউনিয়নের মধ্য পাটুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সর্বশেষ চাকুরী করে অবসরে যান। ঘটনার পরপর তাঁর কান, নাক, মুখ থেকে রক্ত ক্ষরন হয়েছিল বলে জানা গেছে।

এতে গুরুতর আহত মাহেন্দ্র যাত্রীরা হলেন, আলআমিন (৩৫) ইদ্রিস মিয়া (৪৫) তানিয়া (৪০) দুলাল আকন (৪৭)

এদের প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করার পর বরিশাল শের- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। 

প্রত্যক্ষদর্শী আহসান মিয়া জানান, মাহেন্দ্রটি যাত্রী নিয়ে আমতলী থেকে কলাপাড়ায় আসছিলো, বিপরীত দিক থেকে  আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

তাৎক্ষণিক স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শিক্ষক রুহুল আমিন মোটর সাইকেলের আরোহী ছিলেন বলে জানা গেছে।

কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম জানান, ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। - গোফরান পলাশ