News update
  • WFP Deputy Chief Warns of Deepening Crisis in Gaza     |     
  • UN Warns Gaza Fuel Crisis Threatens Humanitarian Collapse     |     
  • WHO’s Saima Wazed placed on indefinite leave amid graft probe     |     
  • UNRWA Commissioner-Gen. on Gaza: 800 starving people killed     |     
  • 150,000 Rohingya flee to BD amid renewed Myanmar violence     |     

দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2025-06-14, 8:07am

02051034361e79a6705f2201ad361dab969bb69743b53b51-fbfa8c8f70d8c8fb296af951c9ee8fe21749866869.jpg




দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে নাবিল পরিবহনের একটি বাসের ধাক্কায় ৫ যাত্রী নিহত হয়েছেন। ঘটনাস্থলেই তারা মারা যান। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

শনিবার (১৪ জুন) ভোরে নূরজাহানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানিয়েছেন, নাবিল পরিবহনের বাসটি পঞ্চগড় থেকে ছেড়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিলো। ঘোড়াঘাটে নুরজাহানপুর নামক এলাকা অতিক্রম করার সময় এটা দাঁড়িয়ে থাকা আম বোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়।