News update
  • 5mmcfd gas to be added to national grid from Kailashtila gas field     |     
  • ArmArmed Forces Day: Tarique's message draws on historic closeness     |     
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     
  • China calls for implementation roadmap for new finance goal     |     

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: উদ্ধারে যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2025-07-21, 3:18pm

42374126ce560d96c81d92db3bd9a324756bdad3f6ef4371-4eedbd019a37f12d7eb18c458ab1e9d01753089519.jpg




রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি।

সোমবার (২১ জুলাই) দুপুরে বিজিবি সদর দফতর থেকে এক ক্ষুদে বার্তায় এ কথা জানানো হয়েছে।

এদিকে, আগুন নেভাতে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশনের ৮টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

জানা যায়, দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন কলেজ এরিয়ায় বিধ্বস্ত হয়। বিমানটি বিধ্বস্ত হওয়ার তথ্য নিশ্চিত করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। বিমানে তিনি একাই ছিলেন।

মিজানুর রহমান নামে মাইলস্টোন কলেজের একজন কর্মকর্তা সময় সংবাদকে জানান, কলেজ এরিয়ার মাঝে বিমানটি পড়ার সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়।

এতে একজন শিক্ষার্থী নিহত হয়েছেন বলে দাবি করেছেন তিনি। এছাড়া অনেক হতাহত হয়েছেন বলেও জানিয়েছেন।

এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিও ফুটেজে আগুন এবং ধোঁয়া দেখা যাচ্ছে। মানুষজনকে ছোটাছোটি করতেও দেখা গেছে।