News update
  • Conflict, hunger, poverty impede children's early growth: Türk     |     
  • Dhaka’s air quality ‘unhealthy’ Friday morning     |     
  • Guterres to urge more humanitarian assistance for Rohingyas     |     
  • Iran, US tensions up as Trump sends letter to Khamenei      |     
  • Sea erosion shrinking Sundarbans forests      |     

হজযাত্রীদের সর্বনিম্ন বয়স নির্ধারণ করল সৌদি

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2025-03-13, 7:42am

54330ab9c9a2afbf93fc173ae2c35db522ab434feabb846a-ffad5edd0137de7d4d350147416620761741830147.png




হযযাত্রীদের ন্যূনতম বয়সসীমা নিধারণ করে দিয়েছে সৌদি সরকারের হজ ও ধর্ম মন্ত্রণালয়। দেশটির ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে, এবার ১৫ বছরের কম বয়সী কেউ হজে যেতে পারবে না।

বুধবার (১২ মার্চ) হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) ইফতার মাহফিলে যোগ দিয়ে এ কথা জানান ধর্ম মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক।

এদিকে ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরব হজ ও ওমরাহ মন্ত্রণালয় শিশুদের সুস্থতা ও নিরাপত্তার বিষয় বিবেচনা করে ২০২৫ সালে হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছর নির্ধারণ করেছে, যা হজযাত্রীর পাসপোর্টের জন্ম তারিখ থেকে ধরা হবে। সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধিত হজযাত্রী, হজ এজেন্সি এবং হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্টদের এ নির্দেশনা মানতে করতে হবে।

১৫ বছর বয়সী নিবন্ধিত শিশু হজযাত্রী ও প্রযোজ্য ক্ষেত্রে শিশু হজযাত্রীর সঙ্গে যাওয়া অভিভাবক হজযাত্রীর পরিবর্তে প্রাক-নিবন্ধিত হজযাত্রী প্রতিস্থাপন করা যাবে। সময়।