News update
  • Bangladesh cuts fuel prices by Tk 2 a litre at start of 2026     |     
  • Stocks advance at DSE, CSE in early trading     |     
  • In grief, Tarique Rahman finds family in the nation     |     

নতুন পোপ হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2025-05-09, 7:15am

img_20250509_071236-114cc43ce02eb9bbbc983a24719db1851746753316.jpg

নতুন পোপ নির্বাচিত হওয়ার পর আমেরিকান রবার্ট প্রিভোস্ট ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলের ব্যালকনিতে এসে ভক্তদের শুভেচ্ছা জানান। ছবি: সংগৃহীত



রোমান ক্যাথলিক গির্জার প্রয়াত পোপ ফ্রান্সিসের উত্তসূরি হিসেবে নির্বাচিত হয়েছেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট। নতুন পোপ হিসাবে রবার্টের নাম পোপ লিও অভিহিত হবেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে নিউ ইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে সাদা ধোঁয়া বের হয়েছে অর্থাৎ রোমান ক্যাথলিকদের নতুন পোপ নির্বাচিত হয়েছেন জানিয়ে প্রতিবেদনে বলা হয়, কার্ডিনালরা দ্বিতীয় দিনে এসে গোপন ভোটের মাধ্যমে নতুন পোপ নির্বাচন করতে পেরেছেন। এবার দুই দিনে পোপ নির্বাচিত হওয়া আগেরবারের দুই কনক্লেভের (নির্বাচনের প্রক্রিয়া) সময়সীমার সঙ্গে মিলছে।

এর আগে, নতুন পোপের দুই পূর্বসূরি পোপ ফ্রান্সিস ও পোপ বেনেডিক্ট ষোড়শ- দুজনই দ্বিতীয় দিনের সন্ধ্যায় নির্বাচিত হয়েছিলেন। তবে ১৯৭৮ সালে পোপ দ্বিতীয় জন পল নির্বাচিত হয়েছিলেন তিন দিনে। আধুনিক সময়ের সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা পোপ ছিলেন তিনি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রার্থনার মধ্য দিয়ে বুধবার পোপ নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়। ওই দিন স্থানীয় সময় বিকেলে প্রথম দফায় ভোট দেন কার্ডিনালরা। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর সিস্টিন চ্যাপেলের চিমনি দিয়ে কালো ধোঁয়া বের হয়। অর্থাৎ প্রথম দফার ভোটে পোপ হিসেবে কেউ নির্বাচিত হননি। এরপর বৃহস্পতিবার সকালে দুই দফা ভোটাভুটির পরও কালো ধোঁয়া বের হয় চিমনি দিয়ে। তাই এদিন আবারও ভোটের প্রক্রিয়া শুরু হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, পোপ নির্বাচনের প্রথা অনুযায়ী কনক্লেভের দ্বিতীয় দিন থেকে প্রতিদিন চারবার ভোট দেন কার্ডিনালরা। এবারের কনক্লেভের মাধ্যমে ২৬৭তম পোপ নির্বাচিত হলেন। এ প্রক্রিয়ায় অংশ নিয়েছেন ৭০টি দেশের ১৩৩ জন কার্ডিনাল। যে কার্ডিনালদের বয়স ৮০ বছরের নিচে, প্রথা অনুযায়ী তারাই কেবল নির্বাচনপ্রক্রিয়ায় অংশ নেন। নির্বাচনের সময় তাদের কঠোর গোপনীয়তা মেনে চলতে হয়। আরটিভি