News update
  • Who’re back in the race? EC clears 58 candidates for Feb polls     |     
  • 8 workers burnt in N’gan Akij Cement factory boiler blast     |     
  • Ex-Shibir activist shot dead in Fatikchhari     |     
  • Class X student brutally murdered in capital’s Banasree     |     
  • 'Bodycams' to be used at risky polling centres: IGP Baharul      |     

হাতে ভর দিয়ে ভোটকেন্দ্রে এলেন চিত্তরঞ্জন

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2023-05-25, 12:28pm

image-224739-1684993684-9dad3d7851d059ccf5890d5ed19be4fa1684996100.jpg




গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দুই পা অচল, দুই হাতে ওপর ভর দিয়ে প্রতিবেশীর সহায়তা নিয়ে ভোট দিতে এসেছেন চিত্তরঞ্জন শীল। এ সময় ইভিএমে ভোট দিতে পেরে খুশি তিনি।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল সাড়ে ৯টায় সিটি করপোরেশনের ৩০নং ওয়ার্ডের কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

ভোট দেওয়া ব্যক্তি হলেন, সিটি করপোরেশনের সদর থানার কানাইয়া দক্ষিণ পাড়া গ্রামের যতীন্দ্র নাথ শীলের ছেলে চিত্তরঞ্জন শীল। তবে জন্মের ১১ মাস বয়সে জ্বরে আক্রান্ত হন তিনি। এরপর থেকে তার দুই পায়ে সমস্যা দেখা দেওয়ায় ধীরে ধীরে অচল হয়ে পড়ে।

চিত্তরঞ্জন শীল জানান, বৃহস্পতিবার সকালে প্রতিবেশী লোকমান ফকিরের সহযোগিতায় ভোটকেন্দ্রে এসেছি। কেন্দ্রে আসার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কর্মকর্তারা আমাকে খুব সহযোগিতা করেছেন। জীবনের প্রথম ইভিএমে সুন্দরভাবে ভোট দিয়েছি।

মেয়র পদপ্রার্থীরা হলেন, অ্যাডভোকেট মো. আজমত উল্লা খান (আওয়ামী লীগ-নৌকা), এম এম নিয়াজ উদ্দিন (জাতীয় পার্টি-লাঙল), জায়েদা খাতুন (স্বতন্ত্র-টেবিলঘড়ি), আতিকুল ইসলাম (গণফ্রন্ট-মাছ), গাজী আতাউর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ-হাতপাখা), মো. রাজু আহম্মেদ (জাকের পার্টি-গোলাপ ফুল), মো. হারুন-অর-রশীদ (স্বতন্ত্র-ঘোড়া) এবং সরকার শাহনুর ইসলাম (স্বতন্ত্র-হাতি)।

উল্লেখ্য, সিটি করপোরেশনের ৪৮০টি কেন্দ্রে রয়েছে। এ নির্বাচনে ৩৩৪ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন। এর মধ্যে মেয়র পদে ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৪৬ জন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৯ জন প্রার্থী। এর মধ্যে সাধারণ ওয়ার্ডে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় নির্বাচনে লড়বেন ৩৩৩ জন প্রার্থী। সিটির ৫৭টি ওয়ার্ডে এই নগরের এবারের নির্বাচনে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার ৭৪৭ জন, নারী ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৬৯৮ জন ও তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার আছে ১৮ জন। তথ্য সূত্র আরটিভি নিউজ।