News update
  • Power generation at Payra Thermal Power Plant 1st unit starts after a month     |     
  • Irregularities, injustice will no longer be accepted in politics: Jamaat Ameer     |     
  • 2 arrested in Jhenaidah for allegedly selling madrasa student     |     
  • Koko’s wife campaigns for Tarique in Dhaka-17     |     
  • Bangladeshi Expats Cast 4.58 Lakh Postal Votes     |     

ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2025-06-13, 6:24pm

img_20250613_181819-d16846b29931778cc3266a8ece57cb931749817480.jpg




অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি শেষ হয়েছে। ১ ঘণ্টা ৩৫ মিনিটের এই বৈঠক নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শুক্রবার (১৩ জুন) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রতিক্রিয়া জানান।

মির্জা ফখরুল ইসলাম বলেন, আজ লন্ডনে দুই নেতার বৈঠক ফলপ্রসূ হয়েছে। বৈঠকে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখিয়েছেন।

তিনি আরও বলেন, জাতি এই বৈঠকের অপেক্ষায় ছিল। বৈঠকটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে। নির্বাচন ইস্যুতে তারেক রহমানের প্রস্তাব ছিল। ড. মুহাম্মদ ইউনূস বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। এই বৈঠক প্রমাণ করে সংকটের মধ্যেও মানুষ ঐক্যবদ্ধ হতে পারে।

বিএনপি মহাসচিব বলেন, এখন অতীতের সব ভুলে জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন। আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়ে গণতান্ত্রিক পথে এগিয়ে যাচ্ছি। গণতন্ত্র চর্চার বিষয়। একে অপরকে গালাগালি না করে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে হবে।

তিনি বলেন, গত ১৫ বছরে ফ্যাসিস্ট বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করেছে। ধ্বংস হওয়া রাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক উপায়ে পুনর্গঠন করতে হবে।

জুলাই-আগস্টের শহীদদের স্মরণ করে এই বিএনপি নেতা বলেন, আমাদের শহীদরা ফ্যাসিস্টকে পরাজিত করে পালিয়ে যেতে বাধ্য করেছে। 

গত ১৫ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ হওয়া ব্যক্তিদের তারেক রহমান শ্রদ্ধা জানিয়েছেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তিনি (তারেক রহমান) দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। নেতাকর্মীদের অভিনন্দন জানিয়েছেন। একইসঙ্গে বিনয়ের সঙ্গে তার মা বেগম খালেদা জিয়াকে কৃতজ্ঞতা জানিয়েছেন সঠিকভাবে দিক নির্দেশনা দেওয়ার জন্য।

এর আগে, শুক্রবার (১৩ জুন) লন্ডনের হোটেল ডোরচেস্টারে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হয়ে অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে বৈঠকটি শেষ হয় বিকেল ৩টা ৩৫ মিনিটে।

জানা গেছে, ১ ঘণ্টা ৩৫ মিনিটের এই বৈঠকে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে তারেক রহমান ডোরচেস্টার হোটেল ত্যাগ করেন। তার আগে, ড. ইউনূসকে দুটি বই ও একটি কলম উপহার দেন তিনি।

এ সময় প্রধান উপদেষ্টা উপহারগুলো বেশ উৎফুল্ল হয়ে গ্রহণ করেন এবং তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আরটিভি