News update
  • Mystery over deaths of 2 men inside car in Mouchak basemeent     |     
  • Govt Ready to Transfer Power to Elected Leaders: Chief Adviser     |     
  • 40,000 people marooned in Kushtia flood; 13 schools shut     |     
  • Ganga inundates low-lying areas in Rajshahi forcing evacuation     |     

আজ সিইসির সঙ্গে জামায়াতের বৈঠক

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2025-06-25, 5:47am

jamayat-1d78ac53bccc10425c2a28ff685e882b1750808829.jpg




প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ বুধবার (২৫ জুন) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

গতকাল মঙ্গলবার (২৪ জুন) সিইসির একান্ত সচিব মো. আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. আশরাফুল ইসলাম বলেন, বুধবার বেলা ১১টায় জামায়াতের একটি প্রতিনিধিদলকে বৈঠকের জন্য সময় দিয়েছেন সিইসি।

এ বৈঠকের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন সনদ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।

গতকাল বিকেলে দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ প্রতীকে অংশ নিতে আর কোনো বাধা নেই দলটির।

২০০৮ সালে জামায়াতকে ১৪ নম্বর দল হিসেবে নিবন্ধন দিলেও ২০১৩ সালে আদালতের দেওয়া রায়ের পরিপ্রেক্ষিতে সেই নিবন্ধন বাতিল করে ইসি।

এর আগে ২০১৬ সালে সুপ্রিম কোর্টের এক প্রশাসনিক আদেশের পরিপ্রেক্ষিতে দলটির দাঁড়িপাল্লা প্রতীক বাতিল করে নির্বাচন কমিশন।