News update
  • NIDs of Sheikh Hasina and Family Locked by EC      |     
  • Rains likely across Bangladesh Monday     |     
  • Dhaka seeks duty-free access for key exports to US     |     
  • Dhaka’s air against worst in the world on Sunday     |     
  • 14-year-old Vaibhav Suryavanshi youngest ever IPL cricketer     |     

আসছে বিশেষ বিসিএস, পদসংখ্যা ২ হাজার

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2025-04-21, 3:06pm

rtwetewr-d98b86e232d35e39861cd4f451ef00271745226387.jpg




দেশে অন্তত ৮ হাজার চিকিৎসকের সংকট রয়েছে বর্তমানে। চিকিৎসা খাতের বড় এই সংকট দূর করার জন্য চিকিৎসকের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে আগামী সেপ্টেম্বরের মধ্যেই বিশেষ বিসিএস আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মাধ্যমে নিয়োগ পাবেন দুই হাজার চিকিৎসক। 

সোমবার (২১ এপ্রিল) সকালে বাংলাদেশ রেলওয়ের আওতাধীন ১০টি হাসপাতাল সুষ্ঠু ও যৌথভাবে পরিচালনার জন্য রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান। 

এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে রেলের দশটি হাসপাতাল রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগ যৌথভাবে পরিচালনা করবে। রেলওয়ে কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার জন্য এই হাসপাতালগুলো উন্মুক্ত করে দেওয়া হচ্ছে।

এই হাসপাতালগুলো পরিচালনার জন্য স্বাস্থ্যসেবা বিভাগ হতে প্রয়োজনমতো জনবল পাওয়া না গেলে রেলপথ মন্ত্রণালয় পিএসসির মাধ্যমে প্রয়োজনীয় জনবল নিয়োগে ব্যবস্থা নেবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

এ সময় চিকিৎসকের সংকট আছে জানিয়ে অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আশা করছি বিশেষ বিসিএসের মাধ্যমে চলতি বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া সম্ভব হবে।

এর আগে, গত ১৩ মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান জানান, বর্তমানে চিকিৎসকদের বিসিএস পরীক্ষা দেওয়ার সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। এটাকে দুই বছর বাড়িয়ে চিকিৎসকদের জন্য বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের বয়সসীমা ৩৪ বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে।

আরটিভি