News update
  • Mild cold wave sweeps parts of Bangladesh: Met Office     |     
  • Saturday’s EC hearing brings 51 candidates back to election race     |     
  • Food, air, water offer Dhaka residents few safe choices     |     
  • Tarique Rahman Formally Named BNP Chairman     |     
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     

পরীক্ষা দিতে না পারা সেই ছাত্রীর পাশে দাঁড়াচ্ছে সরকার

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2025-06-27, 2:02pm

87cae03d30ad1abb089be0df448a89d17d19e3d991547c02-9ac056432e1b02f76f3dd7d66ddf51721751011336.jpg




অসুস্থ মাকে হাসপাতালে দিয়ে কেন্দ্রে পৌঁছাতে দেরি করায় এইচএসসির বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নিতে পারা সেই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার।

শুক্রবার (২৭ জুন) সকালে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের করা ফেসবুক পোস্টে এই তথ্য জানা যায়।

পোস্টে উপপ্রেস সচিব লিখেন, চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার (২৬ জুন)। অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিতে দেরি হওয়ায় প্রথম দিনের এইচএসসি পরীক্ষায় রাজধানীর সরকারি মিরপুর বাঙলা কলেজ কেন্দ্রের এক শিক্ষার্থীর পরীক্ষা না দিতে পারার ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে।

এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, ‘মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা করা হচ্ছে। তার এ দুঃসময়ে আমরাও সমব্যথী।’

সেইসেঙ্গ ওই পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা।

গত বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষা শুরুর প্রথম দিন ঢাকা শিক্ষাবোর্ডের অধীন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রী মায়ের অসুস্থতার কারণে সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি। দেরি হওয়ায় নিয়ম অনুযায়ী তাকে সরকারি মিরপুর বাঙলা কলেজ কেন্দ্রে প্রবেশ করতে দেননি দায়িত্বরতরা। এসময় ওই ছাত্রীকে পরীক্ষাকেন্দ্রের সামনে কান্নায় ভেঙে পড়েন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।