News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

কারিগরি শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের সব পরীক্ষা স্থগিত

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2025-07-10, 12:03am

96d7430551f3753e34432f8ca1e1ab80d4a7492de80d911c-42bf657de82ad366e5e7f4a6f52969a91752084230.jpg




বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য বৃহস্পতিবারের (১০ জুলাই) সব পরীক্ষা অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) দিনগত রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেশের কিছু কিছু অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চলমান ডিপ্লোমা ইন ইঞ্জিনিযারিং, ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, সার্টিফিকেট ইন মেরিন ট্রেড, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএমটি/বিএম), ডিপ্লোমা ইন কমার্স, ডিপ্লোমা ইন এগ্রিকালচার/লাইভস্টক/ফিসারিজ/ফরেস্ট্রি, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিযারিং-সহ ১০ জুলাই অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হলো।

স্থগিতকৃত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে। উল্লেখ্য, অন্যান্য দিনের পরীক্ষা সময়সূচি মোতাবেক অনুষ্ঠিত হবে।