News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত: শিক্ষা উপদেষ্টা

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2025-07-22, 2:36pm

f03cf3ad95e80e53b4bcbd4bcd440f7f42cbf4bd82d14acc-e94e2bf66d924277282a29e772c361721753173408.jpg




মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এবার আগামী বৃহস্পতিবারের (২৪ জুলাই) এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এ ঘোষণা দেন।

ড. সি. আর. আবরার আরও বলেন, ২২ ও ২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষার তারিক পরে জানানো হবে।

এর আগে আজ মঙ্গলবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করেছিলেন শিক্ষা উপদেষ্টা। সোমবার (২১ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুক আইডিতে পোস্টে এ তথ্য জানিয়েছিলেন।

উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে সোমবার দুপুরে হঠাৎ আছড়ে পরে বিমানবাহিনীর এফ সেভেন বিজিআই নামের বিমানটি। দোতলা ভবনের নিচ তলায় আঘাত লেগে মুহূর্তেই যুদ্ধবিমানের ট্যাংক বিস্ফোরিত হয়। আগুন ছড়িয়ে পড়ে দ্বিতীয় তলায়ও। আতঙ্কে ছুটতে থাকেন শিক্ষার্থী-শিক্ষক ও কর্মচারীরা। 

পরে হতাহতদের নিয়ে হাসাপাতালে ছুটে একের পর এক অ্যাম্বুলেন্স। এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। তাদের মধ্যে বেশির ভাগই শিশু শিক্ষার্থী।