News update
  • Fire at UN climate talks in Brazil leaves 13 with smoke inhalation     |     
  • 5mmcfd gas to be added to national grid from Kailashtila gas field     |     
  • ArmArmed Forces Day: Tarique's message draws on historic closeness     |     
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৩ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা স্থগিত

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2025-07-23, 7:26am

12255e4832e2b7768d531a0d9b2983236cdb2f9fdf7e8683-c181032320453e0ef56227c139a98ed11753233980.jpg




জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৩ ও ২৪ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দফতর থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরার দুর্ঘটনায় শিক্ষার্থীদের জানমালের ব্যাপক ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে বুধবার (২৩ জুলাই) ও বৃহস্পতিবার (২৪ জুলাই) অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। তবে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষার তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।