News update
  • Mangrove Photographer of the Year - overall winner     |     
  • Guterres Slams Use of Hunger as Weapon in Gaza, Sudan Wars     |     
  • Cumilla City’s Tk 2cr CCTV cameras fall blind     |     
  • Abu Sayeed murder: Charge-framing hearing Sunday     |     
  • Milestone tragedy: Death toll reaches 34     |     

জানা গেল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার তারিখ

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2025-07-25, 7:58am

1c58fdd4834d98305f59a0b05a272b0bd962d7e391ee9b26-c7289509b02ce232e2ce6547f6ba61ea1753408714.jpg




সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা আগামী মাসে অনুষ্ঠিত হবে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা ২২ ও ২৩ আগস্ট অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস।

তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে একটি সার্কুলার প্রস্তুত করেছি। তবে আমাদের নিজস্ব পরীক্ষা গ্রহণের কাঠামো না থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে প্রযুক্তিগত সহায়তা নেয়া হবে।’

তিনি আরও জানান, গত ৯ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেয়।

এর আগে, ২০১৭ সাল থেকে এই সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। পরে ওই সাত কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ ঘোষণার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার।

সরকারি সাতটি কলেজ হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাংলা কলেজ কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি তিতুমীর কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।