News update
  • WFP Deputy Chief Warns of Deepening Crisis in Gaza     |     
  • UN Warns Gaza Fuel Crisis Threatens Humanitarian Collapse     |     
  • WHO’s Saima Wazed placed on indefinite leave amid graft probe     |     
  • UNRWA Commissioner-Gen. on Gaza: 800 starving people killed     |     
  • 150,000 Rohingya flee to BD amid renewed Myanmar violence     |     

কক্সবাজার-মহেশখালী নৌপথে সি-ট্রাক চলাচল শুরু

গ্রীণওয়াচ ডেস্ক পর্যটন 2025-04-18, 6:29pm

et454353-bb31b0082aa5745de7dfdecfccaadc721744979382.jpg




কক্সবাজার মহেশখালী নৌপথে প্রথমবারের মতো সি-ট্রাক সার্ভিস চলাচল শুরু হয়েছে। 

শুক্রবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় পরীক্ষামূলকভাবে এই সি-ট্রাক চালু করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দ্বীপ উপজেলা মহেশখালীতে যাতায়াতের রুটে ১০ কিলোমিটার সমুদ্র পথে ফেরি চলাচলের দাবি ছিল দীর্ঘদিনের। গত বছরের ৫ আগস্টের পর ছাত্র-জনতার দাবিতে এই সি-ট্রাক চালু করা হয়েছে। 

মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, প্রথমবারের মতো যাত্রী নিয়ে সি-ট্রাক ভিড়েছে মহেশখালী জেটি ঘাটে। স্থাপন করা হয়েছে পন্টুন। মহেশখালীর মানুষের উচ্ছ্বাস দেখে ভীষণ ভালো লাগছে। জনগণের দুর্ভোগ লাঘব করতে আমরা সম্মিলিতভাবে এগিয়ে আসবো। 

এ নিয়ে বিআইডব্লিউটিএর পরিচালক প্রশাসন এ কে এম আরিফ উদ্দিন বলেন, আজ থেকে কক্সবাজার মহেশখালী নৌপথে পরীক্ষামূলক সি-ট্রাক চালু হয়েছে। পরে অনুষ্ঠানিকভাবে যাত্রা করবে।আরটিভি/