News update
  • Iran Launches Missile Attack on US Base in Qatar     |     
  • US Urges China to Prevent Iran from Closing Strait of Hormuz     |     
  • US Urges China to Stop Iran Blocking Strait of Hormuz     |     
  • US Strikes on Iran Mark ‘Perilous Turn’ in Crisis: UN Chief     |     
  • Khamenei Vows Punishment after US Joins Israeli Attacks     |     

ঈদের ছুটিতে পর্যটকে মুখর কুয়াকাটা সমুদ্র সৈকত

পর্যটন 2025-06-09, 11:55pm

kuakata-sea-beach-abuzz-with-eid-festival-tourists-on-monday-9-june-2025-e7680e781f01797887ca213bcb2667161749491752.jpg

Kuakata Sea Beach abuzz with Eid Festival tourists on Monday 9 June 2025.



পটুয়াখালী: ঈদের ছুটিতে অবকাশ যাপন আর প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে কুয়াকাটায় আগমন বাড়ছে পর্যটকের। সূর্যোদয়-সূর্যাস্তের প্রাকৃতিক সৌন্দর্য্য অবলোকনের পাশাপাশি দর্শনীয় সব স্থানে  পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন।   তবে প্রতিবছরের তুলনায় এবার ঈদের ছুটিতে কুয়াকাটায় পর্যটকের উপস্থিতি তুলনামূলক কম বলছেন পর্যটন ব্যবসায়ীরা।

এবছর পবিত্র ঈদ-উল আযহার ছুটি টানা ১০ দিনের। ঈদের ছুটি উপভোগ করতে ঈদের তৃতীয় দিন সকাল থেকেই পরিবারের সঙ্গে, বন্ধুদের নিয়ে কিংবা প্রিয়জনের সাথে সময় কাটাতে কুয়াকাটা আসছেন পর্যটকরা। পর্যটক আর দর্শনার্থীদের প্রাণচাঞ্চল্যে মুখরিত হয়ে উঠছে সমুদ্র সৈকত।

লেম্বুর বন, শুঁটকি পল্লী, ঝাউবাগান, গঙ্গামতির লেক কিংবা বৌদ্ধ বিহার প্রতিটি স্পটেই পর্যটকের পদচারণা। কেউ সাঁতার কাটছেন, কেউ ঢেউয়ের গর্জনে মুগ্ধ, কেউ আবার সূর্যাস্তের রক্তিম আভায় হারিয়ে যাচ্ছেন অন্য জগতে। ছোটরা ঘোড়ার গাড়িতে মেতে উঠেছে আনন্দে, বড়রা ইজিবাইক কিংবা মোটরবাইকে ছেুটে চলছেন সৈকতে ।

বরিশাল থেকে আসা সালেহ-লিনা দম্পতি বলেন, 'আমরা প্রায়ই আসি কুয়াকাটায়। সমুদ্র সৈকতে দাঁড়িয়ে সূর্যোদয় কিংবা সূর্যাস্ত দেখা আমাদের কখনও যেন শেষ হয় না। 

টোয়াক  প্রেসিডেন্টে রুমান ইমতিয়াজ তুষার বলেন, 'এখানে সব খাবার হোটেলের মান নিশ্চিত করতে টোয়াকের পক্ষ থেকে আমরা খাবার হোটেল গুলো পরিদর্শন করছি। আগের চেয়ে অনেক ভাল হয়েছে এবং দামেও সস্তা।' 

কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লায়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ বলেন, 'ঈদের ছুটিকে কেন্দ্র করে পর্যটকদের সংখ্যা বেড়েছে। সোমবার থেকে আরও বেশি পর্যটকের আগমন আশা করছি।'

কুয়াকাটা হোটেল মোটেল অউনার্স এসোসিয়েশনের সভাপতি আবদুল মোতালেব শরীফ বলেন,'কুয়াকাটায় পর্যটকের আগমন বাড়লেও প্রতিবছরের তুলনায় তা যথেষ্ট কম। অধিকাংশ হোটেলের সিট এখনও ফাঁকা রয়েছে। '    

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, 'সৈকতের প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি থানা, নৌ ও ডিবি পুলিশও দায়িত্ব পালন করছে। পর্যটকরা নিশ্চিন্তে ও নিরাপদে আনন্দ উপভোগ করতে পারবেন।'

কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক মো. ইয়াসীন সাদেক বলেন, ঈদ-উল আযহার বন্ধে আজ প্রচুর পর্যটক আসছে। কুয়াকাটা পৌরপ্রশাসন, টুরিস্ট পুলিশ ও থানা পুলিশ সহ উপজেলা প্রশাসন পর্যটকদের নিরাপত্তায়  কাজ করছে। - গোফরান পলাশ,