News update
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     
  • China calls for implementation roadmap for new finance goal     |     
  • New gas reserve found in old well at Sylhet Kailashtila field     |     
  • Revenue earnings shortfall widens in October     |     

সমুদ্রে জোয়ারে ভেসে যাচ্ছিল পর্যটক, উদ্ধার করলো জেলেরা

পর্যটন 2025-07-25, 11:24pm

a-toutist-carried-away-by-tide-was-rescued-by-fishermen-at-sea-in-kuakata-on-thursday-6035ec8745f58a7a49ce13a8afcd54631753464280.jpg

A toutist carried away by tide was rescued by fishermen at sea in Kuakata on Thursday.



পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে উত্তাল ডেউয়ে ভেসে যাচ্ছিল কুয়াকাটায় বেড়াতে আসা এক পর্যটক। শুক্রবার (২৫ জুলাই) সকালে হোটেল সী-ভিউ সংলগ্ন সৈকতে এই ঘটনা ঘটে। পরে স্থানীয় জেলেরা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন।

আহত ওই পর্যটক তানভীর (৩০) ঢাকার নবাবগঞ্জ এলাকার বাসিন্দা। গত কালকে ৭-৮ বন্ধু মিলে কুয়াকাটা বেড়াতে আসেন। আজ দুপুরে সমুদ্রে গোসলে নেমে উত্তাল ডেউয়ের কবলে পড়ে এ দূর্ঘটনা ঘটে।

কুয়াকাটা ২০ শষ্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. রিয়াজ উদ্দিন জানান, আজকে দুপুরে বেশ কয়েকজন পর্যটক মিলে একজনকে অসুস্থ অবস্থায় নিয়ে এসেছে। পরে তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করা হয়েছে। পানি জনিত সমস্যা পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী সৈকতে অবস্থানরত ফটোগ্রাফার মো. মেশকাত জানান, সমুদ্র সৈকতে  অসংখ্য পর্যটক গোসল করছিল। এর মধ্যে একজনকে আমরা তলিয়ে যেতে দেখি। তাৎক্ষণিক সামনে থাকা জেলেদের সহযোগিতায় আমরা তাকে উদ্ধার করি। পরবর্তীতে আমরা তাকে হাসপাতালে পাঠিয়ে দিই।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন ইনচার্জ তাপস জানান, জেলেদের কাছে জেনে আমরা হাসপাতালে খোঁজ খবর নিয়েছি, এখন ওই পর্যটক সুস্থ্য রয়েছেন। তবে আমাদের সদস্যরা খোঁজ খবর নিতে তাঁদের হোটেল শনাক্ত করা এবং তাঁদের বর্তমান অবস্থা জানতে কাজ করছে। - গোফরান পলাশ