News update
  • Earthquakes & repeated aftershocks in Dhaka raises concerns     |     
  • Khaleda admitted to Evercare Hospital for health check-up     |     
  • Dhaka records unhealthy air quality on Sunday morning     |     
  • Govt letter to EC to hold election, referendum on same day     |     
  • COP30 boosts funding for at-risk nations but avoids firm fossil fuel terms     |     

পূজার ছুটিতে কুয়াকাটায় পর্যটকের ভিড় বাড়ছে

পর্যটন 2025-09-30, 10:12pm

kuakata-is-attracting-an-increased-number-of-tourists-during-the-puja-festival-of-the-hindu-community-9ab97f6c86184e06725d4e96bec652341759248746.jpg

Kuakata is attracting an increased number of tourists during the Puja Festival of the Hindu Community.



পটুয়াখালী: শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে সাগরকন্যা কুয়াকাটায় ক্রমশ: পর্যটকের ভিড় বাড়ছে।    মঙ্গলবার বিকেল থেকেই পর্যটকরা আগমন করছেন কুয়াকাটায়। ইতোমধ্যে আবাসিক হোটেল-মোটেল, রিসোর্ট গুলোর অধিকাংশই আগাম বুকিং হয়ে গেছে। অনেক পর্যটক বুকিং এর জন্য এখনও যোগাযোগ করছেন বলে জানিয়েছে হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন।

বুধবার ১ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত পূজা ও সাপ্তাহিক ছুটির বন্ধ। চার দিনের এ লম্বা ছুটিকে ঘিরে আবাসিক হোটেল-মোটেল, রিসোর্ট সহ পর্যটন নির্ভর ব্যবসা প্রতিষ্ঠান গুলো আগত পর্যটকদের বরণে প্রস্তুতি সম্পন্ন করেছে।  

এবার পূজার ছুটিতে লক্ষাধিক লোক সমাগমের আশা করছেন পর্যটন ব্যবসায়ীরা। এতে মৌসুমের ঘাটতি কাটিয়ে উঠবে এমনটাই মনে করছেন তারা।

এদিকে পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ, সেনাবাহিনী সহ গোয়েন্দা সদস্যদের নজরদারীতে থাকবে সৈকত এলাকা। আগতরা যাতে নির্বিঘ্নে ভ্রমণ করতে পারে তা নিশ্চিত করতে প্রশাসন ইতিমধ্যে সকল প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ।

আবাসিক হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশন সূত্র জানায়, কুয়াকাটায় ছোট বড় মিলে আড়াই শতাধিক হোটেল ও রিসোর্ট রয়েছে। এর মধ্যে প্রথম শ্রেণির হোটেল গুলোর বেশির ভাগই বুকিং রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির হোটেল গুলোতেও ৫০-৬০ ভাগ আগাম বুকিং রয়েছে। তবে শতভাগ বুকিং হয়ে যাবে এমনটাই আশা তাদের।

পর্যটন কর্পোরেশনের মোটেল ইয়ুথ ইন ও হলিডে হোমস কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের মোটেলে ৭৭ টি রুম রয়েছে। এরই মধ্যে ৯০ ভাগ রুম আগাম বুকিং হয়ে গেছে।

অভিজাত আবাসিক হোটেল সিকদার রিসোর্ট এন্ড ভিলাস'র এজিএম আল-আমিন খান উজ্জ্বল বলেন, ২৮-৩০ সেপ্টেম্বর ৬০ ভাগ কক্ষ বুকিং রয়েছে। আগামী ১ অক্টোবর থেকে ৩ অক্টোবর পর্যন্ত রিসোর্ট এবং ভিলা শতভাগ বুক হয়েছে।এছাড়াও ৪-৬ অক্টোবর পর্যন্ত আশানুরূপ বুকিং রয়েছে।

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল মোতালেব শরীফ জানান, চলতি সপ্তাহে দুর্গাপূজা আর সাপ্তাহিক ছুটি মিলে ৪দিনের ছুটিকে কাজে লাগাতে এরইমধ্যে কুয়াকাটায় থাকা প্রথম শ্রেণির আবাসিক হোটেলের প্রায় শতভাগ আগাম বুকিং হয়ে গেছে। ছোট-বড় আবাসিক হোটেল গুলোতেও ৬০-৭০ শতাংশ কক্ষ বুকিং হয়েছে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন'র সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, পূজা ও সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে কুয়াকাটায় প্রচুর সংখ্যক পর্যটক দর্শনার্থীদের আগমন ঘটার সম্ভাবনা রয়েছে। আগত পর্যটক দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত সহ তারা যেন নির্বিঘ্নে ভ্রমণ করতে পারে এজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন সহ দর্শনীয় স্পটগুলোতে ভ্রাম্যমাণ টহল নিয়োজিত রয়েছে।

কুয়াকাটা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক বলেন, শারদীয় দূর্গা পূজা ও পর্যটকদের নিরাপত্তায় পৌর কর্তৃপক্ষ, মহিপুর থানা পুলিশ, সেনা সদস্য সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সড়ক মহাসড়ক সহ গুরুত্বপূর্ণ স্থানে চেক পোস্টের মাধ্যমে নিরাপত্তায় নিয়োজিত থাকবে। - গোফরান পলাশ