News update
  • More Than 20 Killed in Attack on Tourists in Kashmir     |     
  • BUET to host country's 1st Renewable Energy Festival, Apr 23     |     
  • Gold price outpaces global market, now about Tk2 lakh a bhori     |     
  • $1.97bn remittances received in 1st 21 days of April; up 40%      |     
  • Tarique urges stronger BNP unity as 'enemies' get visible     |     

কলাপাড়ার আন্ধারমানিক নদীর দখল-দূষণ বন্ধের দাবি

পানি 2025-04-22, 11:31pm

a-human-chain-was-staaged-in-kalapara-on-tuesday-for-ending-encroachment-on-and-pollution-of-andharmanik-river-4052f3e84ff6a03b3c7dcc5dbb9b4ed81745343116.jpg

A human chain was staaged in Kalapara on Tuesday for ending encroachment on and pollution of Andharmanik river.



পটুয়াখালী: 'পরিচ্ছন্ন সবুজ পৃথিবী গড়তে নবায়নযোগ্য জালানি বিস্তারে সম্মিলিত প্রয়াসের আহবান আমাদের শক্তি, আমাদের পৃথিবী’- এই স্লোগানের মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় বিশ্ব ধরিত্রী দিবস-২০২৫ উপলক্ষ্যে মানববন্ধন করা হয়েছে। 

ইলিশের অভয়াশ্রম আন্ধারমানিকসহ সকল নদী-খাল, পরিবেশ প্রতিবেশ জীববৈচিত্র রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে এই মানববন্ধন করা হয়। পরিবেশবাদি সংগঠণ ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়া ও স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসীর যৌথ আয়োজনে মঙ্গলবার দুুপুরে আন্ধারমানিক নদীর তীরে প্রায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তব্য রাখেন পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু, নজরুল ইসলাম ও নাজমুস সাকিব প্রমুখ।

বক্তারা আন্ধারমানিক নদী দখল-দূষণ মুক্ত রাখাসহ নদী তীরের সকল অবৈধ স্থাপনা ও ইটভাঁটি অপসারনের দাবি জানান। - গোফরান পলাশ