News update
  • Protests in India over Waqf (Muslim gift) Amendmdment Bill     |     
  • China slaps 34% tax on US imports retaliating Trump tariffs     |     
  • Dhaka’s air quality marks ‘unhealthy’ on Saturday morning     |     
  • Israeli strikes kill at least 17 in Gaza; ground troops enter Strip     |     
  • One lynched in Rajshahi for reportedly killing fish trader     |     

চীনের ভিসাপ্রত্যাশীদের জন্য সুখবর!

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2024-08-31, 4:45pm

5ad1977905ac3602e0734ba466a7d055af221df050847580-eafdd134c81894f9a68a33d68dd191791725101130.jpg




শনিবার (৩১ আগস্ট) সামা‌জিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পো‌স্টে এ তথ্য জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস।

পোস্টে বলা হয়েছে, চীনা ভিসার আবেদনকারীদের আরও সুবিধার জন্য একক বা ডাবল এন্ট্রি স্বল্পমেয়াদি ভিসার (১৮০ দিনের কম) ক্ষেত্রে আগামী ২ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ সাল পর্যন্ত ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ থেকে ছাড় দেয়া হবে।

বেশিসংখ্যক ব্যবসা, দর্শনীয় স্থান ভ্রমণ ও বিনিয়োগে উৎসাহিত করতে দেশটি ভিসা নীতিমালা সহজ করেছে বলে ধারণা করা হচ্ছে। তথ্য সূত্র সময় সংবাদ।