News update
  • CA to Visit China, Thailand, and Japan to Strengthen Global Ties     |     
  • OIC Resolution to Address Israeli Aggression Against the Palestinian People      |     
  • 1,000+ Dead in Clashes Between Syrian Forces and Assad Loyalists     |     
  • Eid shopping rush in Dhaka despite rising prices      |     
  • Bangladeshi firms join hands with US telecom giant Starlink     |     

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-03-06, 12:05pm

dp-bd-us-20250306095607-2f3a1c2797facda74808af516d9be8811741241150.jpg




বিশ্বের অন্যান্য দেশের নাগরিকদের মতো যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি নাগরিকদেরও ফেরত পাঠাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস গত মাসে বাংলাদেশ সরকারকে অবৈধ হয়ে পড়া লোকজনকে ফেরত পাঠানোর বিষয়টি অবহিত করেছে। এ ব্যাপারে সরকারকে একটি কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে।

তবে, দেশটিতে অবৈধ হয়ে পড়া বাংলাদেশের নাগরিকদের সংখ্যা কত, আর কবে থেকে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে, তা জানায়নি মার্কিন দূতাবাস।

এ বিষয়ে বুধবার (৫ মার্চ) সচিবালয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশ নিজ নাগরিকদের ফেরত নিতে রাজি। তবে, ভারতীয়দের মতো হাত-পায়ে শিকল পরিয়ে অসম্মানজনক উপায়ে ফেরত পাঠানো যেন না হয়, তা নিয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানানো হয়েছে। তারাও চায় না বাংলাদেশের ক্ষেত্রে এমন কিছু করতে। আরটিভি