News update
  • Move to prolong Interim Govt in name of keeping Yunus in power: Manna     |     
  • Billionaire Backers Turn Critics of Trump’s Tariff Plan     |     
  • Bangladesh Ranked 47th Most Powerful Country      |     
  • Saima Wazed Took RAJUK Plot Without Formal Application: ACC     |     

শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৮১তম

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-04-05, 7:07pm

retetwetw-777602d6612c20edea89e856e18dd2241743858450.jpg




বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৮১তম। গতকাল শুক্রবার (৪ এপ্রিল) বিশ্বব্যাপী পরামর্শদাতা প্রতিষ্ঠান নোমাড ক্যাপিটালিস্ট প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ২০২৪ সালে  এ তালিকায় বাংলাদেশি পাসপোর্টের অবস্থান ছিল ১৮২তম। 

নোমাড সূচকে বিশ্বব্যাপী ২০০টি পাসপোর্টের শক্তি মূল্যায়ন করে তালিকা প্রকাশ করে। এটি কেবল ভিসামুক্ত প্রবেশাধিকারের ওপর ভিত্তি করে নয়, বরং বিশ্বব্যাপী ভাবমূর্তি ও ব্যক্তিগত স্বাধীনতার মতো বিষয়গুলোও বিবেচনা করে।

বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে ৫০টি দেশে ভিসামুক্ত অথবা অন অ্যারাইভাল ভিসা নিয়ে ভ্রমণ করতে পারেন। বাংলাদেশের পাসপোর্ট ১১০ স্কোরের মধ্যে ৩৮ পেয়েছে।

প্রতিবেশী নেপাল ৩৯ দশমিক ৫ স্কোর নিয়ে বাংলাদেশের ঠিক উপরে অবস্থান করছে। অপরদিকে মিয়ানমার ৩৭ দশমিক ৫ স্কোর নিয়ে ঠিক নিচে ১৮২তম অবস্থানে রয়েছে।

ভারত ৪৭ দশমিক ৫ স্কোর নিয়ে ১৪৮তম স্থানে রয়েছে। পাকিস্তান ৩২ স্কোর নিয়ে তালিকার একেবারে নিচের দিকে ১৯৫তম স্থানে রয়েছে।

শক্তিশালী পাসপোর্টের তালিকায় সুইজারল্যান্ড, লুক্সেমবার্গ ও সুইডেনের মতো ঐতিহ্যবাহী ইউরোপীয় উন্নত দেশগুলোকে পিছনে ফেলে আয়ারল্যান্ড ১০৯ স্কোর নিয়ে প্রথমবারের মতো শীর্ষ স্থানে অবস্থান করেছে।