News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

মালয়েশিয়ায় ধরপাকড়, বাংলাদেশিসহ ৫০৬ অভিবাসী আটক

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-04-18, 6:21pm

t453452-bdf351b6d7aceed669d6404c98d847f21744978904.jpg




মালয়েশিয়ার অভিবাসন বিভাগের (জেআইএম) সাঁড়াশি অভিযানে বাংলাদেশি ও বিভিন্ন দেশের প্রায় ৫০৬ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আটককৃতদের মধ্যে ঠিক কতজন বাংলাদেশি রয়েছে তা জানায়নি অভিবাসন বিভাগ। আশঙ্কা করা হচ্ছে বেশিরভাগই বাংলাদেশি।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তারিখে কুয়ালালামপুরের মেদান ইম্বির একটি ব্যবসায়িক এলাকায় একটি এনফোর্সমেন্ট অপারেশন পরিচালনা করা হয়েছে। সন্ধ্যা ৭.৩০ মিনিটে ইমিগ্রেশন বিভাগের সদর দপ্তর এবং নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন বিভাগের বিভিন্ন পদের ১৮৫ জন ইমিগ্রেশন অফিসারের একটি বাহিনী এবং জাতীয় নিবন্ধন বিভাগের মতো অন্যান্য সংস্থার সহায়তায় যৌথ অভিযান পরিচালিত হয়।

দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক ওয়াইবিএইচজে দাতো জাকারিয়া বিন শাবান রাতে সংবাদ সম্মেলনে বলেন, এই অভিযানে মোট ৮৯৫ জন ব্যক্তির ডকুমেন্টস পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ৭৪৯ জন অভিবাসী নাগরিক এবং ১৪৬ জন স্থানীয় নাগরিক ছিল। যাচাই-বাছাই শেষে ৫০৬ জন অভিবাসী নাগরিককে অভিবাসন আইন লঙ্ঘনের সন্দেহে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সকলের বয়স ২৫ থেকে ৬৫ বছরের মধ্যে।

অভিযান এবং পরিদর্শনের সময় কিছু বিদেশি নাগরিক ছিল যারা ঘর, টয়লেট, স্টোররুম এবং অন্যান্য স্থানে লুকিয়ে নিজেদের রক্ষার চেষ্টা করেছিল। আটক অভিবাসীদের দ্বারা সংঘটিত অপরাধগুলোর মধ্যে ছিল পরিচয়পত্র না থাকা, পাসের শর্ত লঙ্ঘন, অতিরিক্ত সময় ধরে থাকা, অচেনা কার্ডধারী এবং অভিবাসন আইন লঙ্ঘনকারী অন্যান্য অপরাধ।আরটিভি