News update
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     
  • BSF halts overnight road building near border as BGB intervenes     |     
  • U.S. Pullout From Global Bodies Sparks Widespread Alarm     |     
  • DU Syndicate for renaming Sheikh Mujib Hall after Osman Hadi     |     

অবৈধ অভিবাসন বন্ধে ইতালির সঙ্গে সমঝোতা স্মারক সই

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-05-06, 1:17pm

82961645b05744f9f8de5b5ca1af810b920f6cd032414a1d-c5fbe49d2a420546f98727de628c3c781746515827.jpg




অবৈধ অভিবাসন বন্ধ করে বৈধ অভিবাসন বৃদ্ধি করার লক্ষ্যে বাংলাদেশ ও ইতালির মধ্যে মাইগ্রেশন অ্যান্ড মবিলিটি বিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

মঙ্গলবার (৬ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি ও প্রবাসী কল্যাণ ভবনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলের উপস্থিতিতে এই সমঝোতা স্মারক সই হয়।

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, অবৈধ অভিবাসন বন্ধ করে বৈধ অভিবাসন বৃদ্ধি করার লক্ষ্যে বাংলাদেশ ও ইতালির মধ্যে প্রথম কোনো সমঝোতা স্মারক স্বাক্ষর হলো আজ। ইতালির ভিসা সহজ করা, দেশটিতে চাকরির সুযোগ বৃদ্ধি করা, প্রবাসীদের ভোগান্তি দূর করা ও শিক্ষার্থীদের স্কলারশিপ বাড়ানোসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে সমঝোতা স্মারকে।

তিনি আরও বলেন, যারা ইতালি গমনেচ্ছু তারা যেন নিরাপদে যেতে পারেন, ভালো পারিশ্রমিক পান সেটাই লক্ষ্য আমাদের। অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আমরা ৬টা এমওইউ করেছি। এর প্রধান উদ্দেশ্য ইউরোপের দেশগুলোতে বৈধ অভিবাসন বৃদ্ধি করা। অবৈধ অভিবাসন বন্ধ করা।

এসময় অবৈধ নারী অভিবাসীদের কোনো জরিমানা ছাড়া জর্ডান ও সৌদি আরব বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে বলেও জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। সময়।