News update
  • Deadlock between 2 departs brings Gomti Bridge Project to halt     |     
  • Village Games: Magical Childhood of BD Children in Winter     |     
  • IsDB Group Business Forum Drives Sustainable Investment at WIC     |     
  • 163 bank accounts in Nayeemul Islam Khan's family      |     
  • Commonwealth to send election observers: Khosru     |     

ই-ভিসা আবেদন সহজ করল কুয়েত, তালিকায় নেই বাংলাদেশের নাম!

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-05-08, 2:53pm

retertw34532-6632bcd22123ad300f939525563cd28e1746694431.jpg




মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থানরত বিভিন্ন দেশের প্রবাসীরা অনলাইনে আবেদন করেই পাবেন কুয়েতের ই-ভিসা। তবে তালিকায় ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান থাকলেও নেই বাংলাদেশের নাম।

কুয়েত ভ্রমণের জন্য ই-ভিসা সহজ করার লক্ষ্যে কাজ করছে দেশটির সরকার। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের জন্য নেই সুখবর। পর্যটক কিংবা পরিবার ই-ভিসার পোর্টালে বাংলাদেশসহ আফগানিস্তান, ইরান, ইরাক, পাকিস্তান, ইয়েমেনসহ আরও কয়েকটি দেশের নাম নেই। 

এর ফলে ফলে অন্য দেশের প্রবাসীরা মধ্যপ্রাচ্যের দেশ থেকে অনলাইনে ই-ভিসার জন্য আবেদন করতে পারলেও সুবিধা বঞ্চিত রয়ে গেছেন বাংলাদেশিরা। কুয়েত ভ্রমণের জন্য তাদের ওই দেশের দূতাবাস বা কনস্যুলেটে স্বশরীরে হাজির হয়ে ভিজিট ভিসার জন্য আবেদন করতে হবে।

কুয়েত প্রবাসী বাংলাদেশিদের অনেক আত্মীয় স্বজন মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন। কেবল বাংলাদেশি পাসপোর্ট থাকার কারণে তাদের অনেকেই অনলাইনে কুয়েতের ই-ভিসার আবেদন করতে পারছেন না। অন্তবর্তী সরকারের হস্তক্ষেপে দ্রুত এই সমস্যার সমাধান চান তারা। 

অনলাইনে আবেদনের জন্য তালিকাভুক্ত দেশগুলোর কিছু শর্ত পূরণ করতে হয়। বৈধ পাসপোর্ট ও রেসিডেন্সি কার্ডধারী এবং অনুমোদিত পেশায় কর্মরতরাই আবেদন করতে পারবেন কুয়েতের ই-ভিসার জন্য। আর এই আবেদন প্রক্রিয়া এক থেকে তিন কার্যদিবসের মধ্যে সম্পন্ন হবে এবং ভিসার মেয়াদ পাবেন তিন মাস। 

এছাড়া ইউরোপ, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ভুটান, তুরস্ক, মাল্টাসহ ৫৩টি দেশের নাগরিকদের জন্য কুয়েতের অন অ্যারাইভাল ভিসার সুযোগ রয়েছে।