News update
  • Mild cold wave sweeps parts of Bangladesh: Met Office     |     
  • Saturday’s EC hearing brings 51 candidates back to election race     |     
  • Food, air, water offer Dhaka residents few safe choices     |     
  • Tarique Rahman Formally Named BNP Chairman     |     
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     

যে কারণে পর্যটন ভিসার আবেদন বাতিল করবে যুক্তরাষ্ট্র

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-05-24, 6:44am

c6082ac52d6a653fa3d87cf7e4702bbd5fa11e56c254a4e7-332ba19a9b92f9eb2349fd66290e56051748047472.jpg




সন্তান জন্মদানের উদ্দেশ্যে পর্যটন ভিসার আবেদন করলে তা বাতিল করবে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (২৩ মে) ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ-সংক্রান্ত এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, যদি যুক্তরাষ্ট্রের কনস্যুলার কর্মকর্তার মনে হয় যে, কারো ভ্রমণের প্রধান উদ্দেশ্য যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেয়া এবং এর মাধ্যমে শিশুর জন্য সেখানকার নাগরিকত্ব অর্জন করা, তাহলে তারা সেই পর্যটন ভিসার আবেদন বাতিল করবেন। এ ধরনের আবেদন বৈধ নয়।

উল্লেখ্য, মার্কিন অভিবাসন আইন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া প্রতিটি শিশুই স্বয়ংক্রিয়ভাবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পায়। এই সুযোগ কাজে লাগিয়ে অনেক বিদেশি নাগরিক পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্মদান করেন।

যদিও নির্বাচনের আগে এই বিধান বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। এ লক্ষ্যে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের প্রথম দিনই জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিলসহ একগুচ্ছ নির্বাহী আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে জন্মসূত্রে নাগরিকত্বের ইতি টানার চেষ্টায় নিম্ন আদালতগুলোতে বারবার ধাক্কা খেয়ে পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। ট্রাম্প এ-সংক্রান্ত নির্বাহী আদেশে সই করার পর তার আদেশের বিরুদ্ধে প্রথম মামলা করে অভিবাসীদের সংগঠন যুক্তরাষ্ট্রের সিভিল লিবার্টিজ ইউনিয়ন। এরপর দেশটির বিভিন্ন প্রদেশেও এই আদেশ বাধার মুখে পড়ে। সময়।