News update
  • Modi expresses concern over Khaleda's health, offers support     |     
  • Dhaka 3rd most polluted city in the world Tuesday morning     |     
  • Govt declares Khaleda Zia a ‘very very important person’     |     
  • Remittance surges to $2.68 billion in 29 days of November     |     
  • Probe body says Hasina had 'green signal' for BDR Carnage     |     

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কুয়েতে বিএনপির দোয়া মাহফিল

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-12-02, 8:08am

21ce8d7ae6321cf524af1bf417dd7f04d9a856786c3817b1-e5b5aaefec3e6447cecfe696f54241531764641333.jpg




বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় কুয়েতে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বেগম জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন।

স্থানীয় সময় রোববার (৩০ নভেম্বর) রাতে কুয়েত সিটির রাজবাড়ী রেস্টুরেন্টের হল রুমে কুয়েত বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাবেক সহসভাপতি মাইন উদ্দিন মাইনের সভাপতিত্বে এবং সাবেক যুগ্ম সম্পাদক আখতারুজ্জামান মোহাম্মদ শামসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে কুয়েত বিএনপির সিনিয়র নেতা সোয়েব আহমেদ, ইউসুফ পাটোয়ারী, জায়েদুর রহমান, মীর মোসারফ হোসেন, লিটন মিয়াজী, সেলিম খান, জাফর ইকবাল পলাশ, ফাইজুর রহমান সুমনসহ আরও অনেকে অংশ নেন।

আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।