News update
  • Interim govt plans promotion drive to boost bureaucracy     |     
  • Pakistan Reels Under Monsoon Deluge as Death Toll Climbs      |     
  • Prof Yunus stresses transparency in finalising July Charter     |     
  • Fakhrul suspects plot to thwart February polls     |     
  • UN Warns Gaza Children Face Starvation Amid Total Collapse     |     

একযোগে ১১২ পুলিশ কর্মকর্তাকে বদলি

গ্রীণওয়াচ ডেস্ক প্রশাসন 2022-08-29, 6:21pm

resize-350x230x0x0-image-189811-1661773718-1-bb0af2b098b5d8a12c277b6caa43ab851661775684.jpg




একযোগে পুলিশ সুপার পদমর্যাদার ১১২ কর্মকর্তাকে বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (২৯ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিনটি পৃথক প্রজ্ঞাপনে তাদের বদলির এ আদেশ দেওয়া হয়।

মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস প্রজ্ঞাপনে সই করেন। রাষ্ট্রপতির আদেশক্রমে তিনি প্রজ্ঞাপনে সই করেন।

প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ৩ আগস্ট দেশের ৪০ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করা হয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।