News update
  • Online train tickets vanish in blink in black market fiasco     |     
  • Faridpur potato farmers struggle with cold storage woes      |     
  • Relative of Assad regime’s disappeared speaks of anguish     |     
  • New conspiracy unfolding against BNP, democracy, BD: Tarique     |     
  • Concerns grow over Rooppur NPP’s viability for high costs     |     

দেশে আসলেন হামজা চৌধুরী

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-03-17, 12:15pm

rewrwrq-13ec3847a989ce54d70ccccfa38fbe1b1742192142.jpg




জাতীয় দলে খেলার উদ্দেশ্যে বাংলাদেশে আসলেন হামজা দেওয়ান চৌধুরী। সোমবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টা নাগাদ সিলেট বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

হামজার সঙ্গেে আছে তার পরিবারের সদস্যরা। শেফিল্ড শিল্ডের এই ফুটবলারকে এক নজর দেখার জন্য বিমানবন্দরে হাজির হয়েছেন শত শত মানুষ। সাংবাদিক থাকবেন না, তাও তো হয় না! সব মিলিয়ে ভিড় লেগেছে ওসমানী বিমানবন্দরের গেটে।

হামজাকে ফুল দিয়ে বরণ করে নিবে বাফুফের এক্সকিউটিভ কমিটির একটা দল। বিমানবন্দর থেকে নিজের শেকড় হবিগঞ্জের বাড়িতে যাবেন ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলার। সেখানে বাফুফের কোনো আয়োজন না থাকলেও নিরাপত্তার জন্য হামজার সঙ্গে সার্বক্ষণিক একটা টিম থাকবে।

হামজা এসেছেন প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে খেলতে। শিলংয়ে ২৫ মার্চ ম্যাচ এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা। আইনি জটিলতা মেটার পর এই ম্যাচের জন্য হামজাকে রেখেই দল ঘোষণা করেন হাভিয়ের ক্যাবরেরা।